Showing posts with label অনলাইন প্রতারক চক্র. Show all posts
Showing posts with label অনলাইন প্রতারক চক্র. Show all posts

Thursday, July 23, 2020

অনলাইনের প্রতারক চক্র থেকে সবাই সাবধান।


ভিডিওটি দেখলে আপনি বূঝতে পারবেন যে প্রতারক চক্র কিভাবে জাল বিছাইয়া সারা দেশের সহজ সরল মানুষগুলোর মাথা খেয়ে যাইতাছে। আর অনেক সময় সরকার দেখেও না দেখার ভান করতাছে। এ যাবতকালে আমাদের দেশের অনেক অপরাধ সম্মিলিতভাবে অপারেশন করে সহজ সমাদান তরা হয়েছ্ ে২০০৩-২০১৩ সাল পর্যন্ত সারা দেশে চাদাবাজ দমনে র‌্যাব পুলিশে ক্রসফায়ার আন্তর্জাতিক বিশ্বে সমাদৃত। মানবিধাকর লংঘন হয় বলে সরকারের তরফ থেকে থামাইয়া দেয়া হয়েছে আমি বলবো চাদাবাজ দমনে র‌্যাব পুলিশের সম্মিলিত প্রয়াস বাংলাদেশে অপরাধ দমনে সংঘটিত সেরা একটি অপারেশন। আর যদি তাদেরকে মানবাধিকার লেংঘন হয় বলে না থামাইয়া দিতো তাহলে আজকে এই চিটা বাটপার গুলোর উদ্ভব হইতো না।  যুগের সাথে সাথে তাল মিলাইয়া এখন পদ্বতি ও পরিবর্তন হয়েছে শুরু হয়েছে অনলাইনে চিটার বাটপারির ধান্দাবাজ, ব্যবসা  এবং আরো অনেক অনেক ধরনের কাজ কারবারের মাধ্যমে দেশের সহজ সরল মানুষগুলোর বারো টা বাজাইতাছে তাদেরকে এক ধরনের অনলাইনে চাদাবাজি বলা হয়। আজকে এক খানে দেখলাম তথ্য প্রযুক্তি আইন ছাড়াও বাংলাদেশে দন্ডবিধির ৪২০ ধারা মোতাবেক অনলাইনে প্রতারনা এবং অনলাইনে চাদাবাজি র শাস্তি সব্বোচ্চ সাত বছর। তো আবারো র‌্যাব পুলিশের একটা সম্মিলিত অপারেশনের মাধ্যমে আমাদের দেশের এই সমস্যা সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। দেশের ফ্রি ল্যান্সিং েএবং আউটসোর্সিং মার্কেটপ্লেসের উপরে আসা অশুভ শক্তি বা থাবাকে অপসারন করা যাইতো। 

Translate