"ঘরে বসে অর্ডার করুন, পৌঁছে যাবে আপনার হাতে" #কেওয়াটখালী_সুপার_শপ (একটি অনলাইনভিত্তিক বাজার) ময়মনসিংহ শহরের...
Posted by কেওয়াটখালী সুপার শপ on Monday, June 29, 2020
আমাদের এলাকা টা একসময় অনেক ব্যাক ওয়ার্ডে ছিলো। ঢাকা শহরের ছেলে মেয়েরা এই এলাকাকে ব্যাক ওয়ার্ড বলে কমেন্ট করতো। এক সময় এই এলাকার লোকেরা সেটা অনুধাবন করতে পারে এবং যুগের সাথে তাল মেলাতে শুরু করে। খুব ভালো শপিং মল নাই এখনো। নেই কোন এটিএম বুথ। এখনো তৈরী হয় নাই খুব ভালো অবকাঠামো ভিত্তিক কাচা বাজর বা নেই কোন পুলিশ ষ্টেশন। ময়মনার মোড়ে আছে সিআইডি ময়মনসিংহ বিভাগীয় অফিস বা পিবিআই ময়মনসিংহ বিভাগীয় অফিস। শুনেছি আমাদের এলাকা ২০ নং ওয়ার্ডে বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশের আওতায় ১৬ নং ইউনিটের অফিস হতে পারে। ২ জন পুলিশ সদস্য আইসা নীল পোশাকে বলে গেছে- আমাদের বাসার পরবর্তী এলাকাতে তারা একটা পুলিশ পাড়ি বানাবে। জায়গাও সিলেক্ট করে গেছে মে বি। যাই হোক যেটা বলতেছিলাম- কেওয়াটখালী হেল্পলাইন নামের একটা গ্রুপ তৈরী হয়েছে কয়েকদিন আগে এবং প্রায় ১৩০০/১৪০০ সদস্য ও হয়ে গেছে। সেখানেও মেম্বার হলাম। নতুন করে দেখলাম- কেওয়াটখালী সুপার শপ। দেখেই ভালো লাগলো উদ্যোগটা। খুব খূশী হলাম। একটা টি শার্ট ডিজাইন ভালো লাগলেঅ কারন দাম দেখলাম অনেক কম -ছাপ দেয়া। পরে আরো খুজতে খুজতে পাইলাম প্রয়োজনীয় একটা জিনিস- নাম মাস্ক। দামও দেখলাম আশাতীত পরিমানে কম। ৫০ পিস সার্জিক্যাল পিস এবং ১০ পিস কে ৯৫ নিলাম এবং বাসাতে আইসা দিয়া গেলো। দেখে ভালো লাগলো। সার্ভিস টাও ভালো লাগলো।