Showing posts with label ফ্রি ল্রান্সার ফ্যাক্ট. Show all posts
Showing posts with label ফ্রি ল্রান্সার ফ্যাক্ট. Show all posts

Wednesday, July 8, 2020

ফ্রি ল্রান্সার ফ্যাক্ট। ক্লায়েন্টের প্রোফাইল আনভেরিফায়েড হইলে পেমেন্ট পাওয়া যায় না।

ব্যাপারটা দু:খজনক। প্রায় ২৫০ ডলারের কাজ সম্পূন্ন করে পেমেন্ট না দিয়ে চলে যাওয়া বা লক করে রাখা। ব্যাপারটা সন্দেহ জনক। ২৫০ ডলারের মাইলষ্টোন রিলিজ হইলেঅ কি করে যদি তার একাউন্ট ভেরিফাই না থাকে। উইথড্র দেবার টাইমে লক মানে হইতাছে ফ্রি খাটানোর ধান্ধা। কি যে শুরু হইলো মার্কেটপ্লেস গুলোতে - চিটার বাটপারি তে ভরা। সহজ সরল পোলাপানগুলোর পড়াশোনা নষ্ট করে মাথা খারাপ করে ফেলার দশা। আগে নগদ টাকার জন্য এই দেশে চিটারি বাটপারি হইতো ইভেন খুন খারাপি ও হইতো। আর এখন ইন্টারনেটে শুরু হইছে  চিটারি এবং বাটপারি এবং দউ নাম্বার গিরি। ব্যক্কল গুলোর কোন হুশ জ্ঞান ও নাই- নগদ কাগজের নোট বাদ দিয়ে ডিজিটাল কারেন্সী েনিয়ে চিটার এবং বাটপারি শুরু করেছে। শুদু বাংলাদেশীদের দোষ দিয়েই বা কি লাভ? পুরো দুনিয়া জুগেই এই হালত। আর কয়েখদনি পরে লাগবে এমন এক কারেন্সী নিয়ে যা  ব্যাংক ক্যাশ করে দেবে না যেমন বিটকয়েণ- কোন ব্যাংক সরাসিরি ক্যাশ করে দেয় না। 



Translate