Translate

Tuesday, April 28, 2020

ইন্ডিয়ান কাগুজি হাই ব্রিড। হাই ফ্লায়ার।



বিগত ১৪/১৫ মাসে আমার হাতে আসা সবগুলো কবুতর এবং তাদের বংশধরদের সাথে আমার মহব্বত এর ভিডিও এইখানে দেয়া হলো। কবুতর গুলো আমার বন্ধুর মতো। সারাদিনে ২ ঘন্টা সময় কাঠে আমার তাদের সাথে। একবার দুপুরে তাদেরকে খাবার দেই- আরেকবার রাতে কিছুক্ষন ক্লিয়ার করে দেই। আমি সবসময় খাবার দিয়ে রাখি। আমার কাছে হবার পরেও এরা ৪ মাস বয়সী ২ জোড়া আমাকে ছেড়ে চলে গেছে। এখণ পর্যন্ত ১৩ টা কবুতর গিফট করেছি। ৪টা উড়ে চলে গেছে। ১ টা বাচ্চা রানীক্ষেতে মারা গেছে। এখন আছে ১৪ টা। সামনে আরো গিফট করবো ৫ জোড়া। ৩ জোড়াকে এখন রেডী করতাছি গিফট করার জন্য। এইগুলো সবই হাইব্রিড।  ব্রিডিং করে তাই খাচাতে রেখে পালি। একটু বয়স হইলে ২ মাস হইলে গিফট করে দেই। কবুতরের গলার ভয়েসটা পরিবর্তন হবার পরে আমি গিফট করে দেই। শুনেছি সাদা কবুতরের নাকি অনেক দাম। সরকারি বিভিন্ন অনুষ্টানে পায়রা উড়ানো হয় সাদা রংয়ের। ইচ্ছা আছে বাংলাদেশের সরকার পরিবর্তন হইলে- জয় বাংলা তরুন প্রজন্ম বা গনজাগরনের সরকার তৈরী হইলে আমার কবুতর গুলো যাদেরকে গিফট করেছি তাদেরকে বলবো তারা যেনো গনজাগরনের সরকার কে দেয় নিয়মিত সরকারি বিভিন্ন অনুষ্টানে উড়ানোর জন্য। আমি যাদেরকে কবুতর গিফট কেরছি তাদের সকেলকেই বলে  দিছি কেউ যেনো কবুতরকে জবাই না করে। 

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl