Translate

Wednesday, June 3, 2020

কিভাবে ইউটিউব প্লেলিষ্ট মেক করবেন?

আমরা যারা প্রতিনিয়ত ইউটিউব দেখি বা ভিজিট করি বা নিয়মিত ভিডিও আপলোড করি তাদের জন্য প্লেলিষ্ট খুব জরুরী একটা জিনিস। সময়ে আপনি অনেক ভিডিও সহজেই খুজে পাবেন। যাদের ইউটিউব একাউন্ট আছে তাদের জন্য প্লেলিষ্ট তৈরী করা খুবই সহজ একটা ব্যাপার হয়ে দাড়িয়েছে। প্লেলিষ্ট টা কোথায় থাকে সেটা প্রথমে দেখাইতাছি। 


প্রথমে আপনি আপনার ইউটিউব একাউন্টে লগইন করেন। তারপরে উপরে ডান দিকে দেখানো ইমেজে ক্লিক করে  Your channel অপশনে আসেন। তারপরে সেখানে ক্লিক করলে আপনার চ্যানেলে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসলে আপনার চ্যানেলে হোম সেকসান টা দৃশ্যমান হবে। যারই ইউটিউব একাউন্ট আছে তারই নিজস্ব চ্যানেল আছে। সো আপনিও চাইলে আপনার চ্যানলে লগ ইন করে সবসময় ইউটিউব ভিডিও দেখবেন এবং আপনরা পছন্দনীয় ভিডিওগুলোকে প্লেলিষ্ট আকারে সাজাইয়া নিতে পারেন। আমি অনেক সময় প্লেলিস্ট মেক করে  থাকি তাতে অনেক সময় ইউটিউব সার্চবারে যার নামে প্লেলিষ্ট তৈরী করি তার ভিডিও কালেকসনের সাথে সাথে আমার নাম টা বা ইউটিউব ছ্যানলে ইউজার নেমটা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শো করে।


আপনার চ্যানেলে হোম পেজে আসার পরে আপনি প্লেলিষ্টে ক্লিক করবেন এবং আপনার প্লেলিষ্ট টা দেখাবে। আপনার চ্যানলে প্লেলিষ্টে আসার পরে আপনি দেখতে পারবেন আপনি এ যাবতকালের কতোগুলো প্লেলিষ্ট তৈরী করেছেন। 


এখানে আপনি প্লেলিষ্ট গুলো দেখতে পারতাছেণ আমার। যে কোন একটাতে ক্লিক কররে আপনি একসাথে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। যারা ইন্টারনেট ব্যবহার করে এবং একজনের ব্যবহার এককে ধরনের হবার কারনে পৃথিবীতে অনেকেই আছে যারা ইউটিউবে শুধু প্লেলিষ্ট দেখে বেড়ায়। এখন চলেন দেখি কিভাবে আপনি একটা প্লেলিষ্ট বানাবেন। প্রথমে আপনি ইউটিউবের সার্চ বারে যাবেন। সেখানে আপনি যে কোন একটা বিষয় নিয়ে লিখবেন। তাহলে দেখবেন এটা লিষ্ট চলে এসেছে। আমি লিখেছি Soundeo Mixtape।নীচে সেই চ্যানেল সহ  কয়েখটা গানের লিষ্ট বের হয়ে এসেছে। আপনি সে গানগুলোকে একটা প্লেলিষ্টের ভেতরে এড করবেন।  তারপরে প্রত্যেকটা ভিডিও এর ডানপাশে উপরে থেকে নীচে পর্যন্ত ৩ টা ডট পাবেন। সেইখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি নতুন প্লেলিষ্ট তৈরী করার অপশণ পাবেন। সেখানে আপনি প্লেলিষ্টের নামও দিতে পারবেন । 


প্লেলিষ্টের নাম লিখা হয়ে গেলে ক্রিয়েটেএ ক্লিক করবেন। তাহলেই আপনার প্লেলিষ্ট তৈরী হয়ে গেলো। এরপর থেকে এই নামটি আপনার প্লেলিষ্টে থেকে যাবে। আপনি যে কোন কালেকশন এখঅন ্ডে করতে পারবেন। ইন্টারনেটে যারা খুব পপুলার তাার নিজেদের নামে তাদের অনকে ধরনর প্লেলিষ্ট তৈরী করে রাখে। 

এখানে একটি গানকে আমি প্লেলিষ্টে এড করলাম। এরকম করে আপনি এই পোষ্টের নীচের দিকে ১৭টা গানের একটা প্লেলিষ্ট তৈরী করলাম। যেটা আপন িএক ক্লিক করেই দেখতে পারবেন। 


উপরের ছবিতে দেখানো হলে কোথায় আপনি সেভ টু প্লেলিষ্ট অপশন পাবেন। 


এখানে আমার প্লেলিষ্ট কালেকশনে দেখাইতাচে আমি এই পোষ্টিং এর মাধ্যমে যে প্লেলিষ্ট টা তৈরী করেছি সেটা। আর ণীচের ছবিতে দেখতে পারবেন একটার পর একটা গান এবং  ক্রমান্বয়ে শুনতে পারবেন। এখঅনে ১০-১২ ঘন্টার ডিজে রিমিক্স এবং আরো না াকালচারের সং একসাথে দেয়া। এই ধরনের গান আমাদের যাদের সময় কাঠে অনবরত বাসাতে তাদরে জন্য সাজেষ্টেড। 

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl