Translate

Tuesday, June 2, 2020

এলিজাবেথ এক নিশ্চিত মহিয়সী নারীর নাম।


ইউক্রেন থেকে পোল্যান্ড এ যাওয়া এবং বাঙালী এক ছেলের সাথে পরিচয়- এবং নিশ্চিত মৃত্যু জেনে তাকে বিয়ে করা এবং তার গ্রাম পর্যন্ত চলে আসা এবং স্বামীর ভালেঅবাসাকে আকড়ে ধরা- ব্যাপারটা সত্যিই এক বিরাট ব্যাপার। এলিজাবেথ বাংলাদেশে যাকে ভালোবাসে তার নাম অপু। গ্রামের ছেলে বিধায় ইউক্রেনের সুন্দরী এবং কৃষক মেয়ে এলিঝাবেথ এর সাথে সখ্যতা গড়ে উঠতে সময় লাগে নাই। একজন বাংলাদেশী কৃষি েউদ্যোক্তার ফার্মে পরিচয় এবং সখেঅন থেকে সখ্যতা, প্রেম এবং বিয়ে। এলিজাবেথ অনেক মহত এবং উদারতার পরিচয় দিয়েছে। অপু ব্রেইন টিউমারে আক্রান্ত জেনেও সে অপুকে ভালোবাসে বিয়ে করেছে- চেয়েছিলো তার ভালোবাসা দিয়ে সারিয়ে তুলতে- পারে নাই বিধায় বাংলাতে এস অপু যাকে যাকে বালোবাসতো সেও তাকে তাকে ভালোবসে েএক মহত হৃদয়ের পরিছয় দিয়ে গেছে। 

এলিজাবেথের মতো সুন্দরী মেয়ে যদি বাংলাদেশে জন্মাতো তাহলে হয়তো দেমাগে মাটিতে তার পা পড়তো না। এলিজাবেথ ও নিশ্চয় জানে বিশ্বের সকল খারাপের উৎস- তারপরেও স্বামীর ভালোবাসাকে বুকে আকড়ে ধরে মুসলিম ধর্মে নিজেকে দীক্ষিত করে সে তার স্বামীর বিপদ সংকুল কবরের জীবনের পাশে এসে দাড়িযেছে -এই টা আজকাল কার যুগে কয়জন বাঙালী মেয়ে করে থাকে তা সকলেই জানে। এলিজাবেথের এই সাক্ষাৎকারে আমি তার ভেতরে এবং বাহিরে সমান সৌন্দযের পরিচয় পাইলাম। সত্যিই তাকে স্যালূট। 

তবে প্রকুত বাসস্তবতা হইতাছে নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের দেশের এই সমস্যা সংকুল সমাজ ব্যবস্থায় এলিজাবেথ ঠিক কতোদিন কষ্ট করে লড়াই করতে পারবে- তা বলা মুসকিল। প্রয়োজন এলিজাবেথের সাথে ভালো মনের ভালো মন মানসিতকার বাঙালী বা বাংলাদেশী দের বন্ধুত্ব যা তাকে তার স্বামীর খেদমতে চিরদিন সহায়তা করবে। 

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl