Showing posts with label ভিডিও. Show all posts
Showing posts with label ভিডিও. Show all posts

Wednesday, January 6, 2021

পেয়ে গেলাম ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এপরুভাল। ১৮ ঘন্টার মধ্যে।

 আবেদন করার সর্ব্বোচ্চ ১৮ ঘন্টার মধ্যে পেয়ে গেলাম আমার এই ব্লগের ওয়েবসাইটের সাথে কানেক্টেড ইউটিউব চ্যানেল masudbcl মনিটাইজেশন। সেই অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও ও তৈরী করলাম কিন্তু কোন এডভারটাইজার ইস্যু পায় কিনা সেজন্য ভিডিওটি প্রাইভেটে রাখতে হয় কয়েকঘন্ট যা এই পোষ্টের সাথে পরে এড করে দেবো। আমার ব্লগ যারা প্রতিনিয়ত পড়েন তারা সকলেই জানেন যে: আমার ব্লগের নামে আমার একটা ইউটিউব চ্যানেল নামও আছে । ইউটিউব মনিটা্িজেশন এপরূভাল পাবার ক্ষেত্রে আমি যে নিয়মগুলো অনুসরন করেছি তাই নিয়ে তৈরী করা হয়েছে ভিডিও টি। একদমই সহজ এবং এপুরভাল পাইতে আপনার ১ টাকাও খরচ হবে না। এমনিতে সারা দেশে অনেক লোক আছে আবেদন এবং এপরুভাল পাবার কথা বলে আপনার কাছ থেকে টাকা নিবে কিন্তু ব্যাপারটা হলোে আপনি নিজে যদি পুরো ব্যাপারটা জানেন তাহলে কিন্তু ১ টাকাও খরচ লাগবে না। 







বেসিক যে নিয়মগুলো আপনি ফলো করতে পারেন তা হলো: 
  • আপনি ভিডিও গুলো তৈরী করবেন ১ ঘন্টা সময় নিয়ে মিনিমাম। 
  • আপনার ভিডিও ইনট্রো বা আউটট্রো , আই বাটন এবং থাম্বনেইল অবশ্যই মেইনটেইন করতে হবে। না পারলেও সমস্যা নাই। 
  • ভিডিও গুলো কোনভাবেই কপি পেষ্ট করা যাবে না। 
  • কোন কান থেকে ভিডিও এনে এডিট ও করা যাবে না। 
  • আরেকজনের ভিডিও কন্টেন্ট কপি পেষ্ট বা কাট পেষ্ট করা যাবে না। 
  • বিগত ১ বছল বা ৩৬৫ দিনে আপনাকে ৪০০০ ঘন্টা ওয়াচটাইম এড করতে হবে। যদি আপনার ভিডিও গুলো ১ ঘন্টার হয় তাহলে   আপনার বন্ধুরা ৪০০০ জন ১ ঘন্টা করে দেখলে হয়ে যাবে বা ১ ঘন্টার ৪ টি ভিডিও আপনার ১০০০ বন্ধু দেখলেও হয়ে যাবে। 
  • ১০০০ সাবস্ক্রাইভার। পরিচিত বা অপিরিচিত বা আপনার ভিডিও কন্টেন্ট দেখে আপনার ভক্ত হলে সে আপনাকে সাবস্ক্রাইভ করবে। 
  • পুরো ভিডিওত একবারের জন্য হলেও অনুরোধ করবেন লাইক কমেন্ট ফলো বা শেয়ার করতে- তাতে যারা আপনার ভিডিও পছন্দ করবে তারা লাইক কমেন্ট বা শেয়ার করবে। 

                                   


আমি আবেদন করার সময়ে মোটামুটি শিওর ছিলাম যে: আমি মনিটাইজশেণ এপরুভাল পাবো কারন আমি কারো কন্টেন্ট কপি পেষ্ট করি নাই। তবে আনপরা পুরো ভিডিওগুলো র বেতরে যেনো একটি ভিডিওতে হলেও লিভিং বিংস থাকে যেমন: মানুষ বা আপনার চেহারা বা আরো কিছু যেমন: মৌমাছি বা বিড়াল বা কবুতর বা গুর বা ছাগল সেরকম। মনিটাইজেশন পাবার প্রথম শর্ত হলো : লিভিং বিংস। যেমন: আপনার ভালো লাগলো আপনি ২ ঘন্টার একটি ভিডিও তৈরী করলেন শুধু পাখি উড়ার উপরে বা শুধূ ফুলেরি ভিডিও এরকম। যাই হোক টেক্স চ্যানেলে ক্ষেত্রে একবারের জণ্য হলেও লিভিং বিংস হতে হবে। আর অন্যান্য চ্যানেলে ক্ষেত্রে ব্যাপার গুলো বা বিষয়েগুলেঅ আলাদা। যেমন: বাংলাদেশে সোলস ব্যান্ডের গান অনেকেই ইউটিউব চ্যানেরে তুলে রেখেছে যেগুলো কপিরাইট আইনে সিক্ত। কারন তাদের অডিও গানগুলো ইন্টারনেটে তাদের পারসোনাল প্রপার্টি । শুধূ সোলস না যে কোন ব্যান্ডের গানই তাদের প্রপার্টি। 







কালকে রাতে আবদেন করেছি- আজকে দুপুরে এপরুভাল পেয়েছি। 
 


আরো একটি গুড লাক নিউজ: আমার চ্যানেলে এখন ভিডিওএড দেখাইতাছে। 
Wish me Luck.














Thursday, May 7, 2020

সাবমিনাও - একটা আলট্রা মডার্ন ইউটিউব বিউজ, ভিডিও, সাবস্ক্রাইবার প্যাকেজ।


ইউটিউব  ভিউজ নিয়ে চিন্তিত হইলে আপনি ইউটিউব সার্টিফায়েড কোম্পানী ওয়েবসাইট ব্যবহার করেন। উপরের ইমেজে ক্লিক করে আপনি সরাসরি ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে পারেন। কিভাবে রেজিষ্ট্রেশন করবেন তা আপনি নিম্নের ভিডিওতে দেখলেও বুঝে যাবেন। এখানে আপনি ফ্রি এবং পেইড দুই পদ্বতিতেই কাজ করতে পারবেন। ফ্রি মেথডে আপনি রেগুলার গড়পড়তায় সাবস্কাইবার, লাইক এবং ভিউজ পাবেন। 


এখানে উপরের  ইমেজে ৩ টা সাবস্ক্রাইভার প্যাকেজ আছে। আপনি যে কোন একটা পছন্দ করে কাজ শুরু করতে পারেন। রেগুলার আপনার  ইউটিউব চ্যানেলে আপনি লাইক ভিউজ সাবস্ক্রাইবার এড করতে পারেন। তবে প্রতিদিন আপনাকেও কিছুক্ষন কাজ করতে হবে। এই কাজ গুলো করার মাধ্যমে আপ নি ডে বাই ডে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার/লাইক/ভিউজ বাড়াতে পারেন। 


আর আপনি যদি একবোরেই কাজ না করতে পারেন তাহলে আপনি এখান থেকে যে কোন একটা প্যাকেজ চয়েজ করে আপনার কাছে থাকা এভেইলেবল পেমেন্ট মেথডের মাধ্যমে  পেমেন্ট করে থাকেন তাহলে অটোমেটিক ই এড হবে লাইক ভিউজ সাবস্ক্রাইবার। সিকিউরড পেমেন্ট প্রসেস বাই পেপাল। 




বিভিন্ন ধরনের প্যাকেজ এভেইলেবল আছে অলওয়েজ। আপনি ফ্রি রেজিষ্ট্রেশন করে পুরোটা ঘাটাঘাটি করে দেখতে পারেন। ফ্রি রেজিষ্ট্রেশন করেন  এইখান থেকে- সাবমিনাও। 

Tuesday, March 17, 2020

কিভাবে আপনি ইউটিউবের ভিডিও শেয়ার করবেন?



পুরো ভিডিও টা দেখলে আপনি অনেক কিছু বুঝে যাবেন। আর যদি আপনার ভিডিও দেখতে ভালো না লাগে বা যদি কোন সমস্যা থাকে তাহলে আপনি পুরো আর্টিকেলটা পড়েন বা পড়ে দেখেন। 

ইউটিউবে কোন ভিডিও আপলোড করার কিছু আগে বা পরে আপনার করার মতো একটা কাজ থাকে।

  • ইউটিউবে আপনি ভিডিও বুষ্ট করতে পারেন।
  • সোশাল মিডিয়া প্যাণেল থেকে আপনি সিগনাল কিনতে পারেন।
  • সোশাল মিডিয়া এক্সচেন্জ সার্ভিস থেকে আপনি সার্ভিস ও সেট আপ করতে পারেন সহজে। 
  • ইউটিউবের এসইও করতে পারেন। 
এখানে এই আর্টিকেলেআপনি দেখতে পারবেন কিভাবে আপনি ভিীডও আপলোড করার পরে শেয়ার করবেন। যে সোশাল মিডিয়া তে আপনার একাউন্ট গুলো তাকতে হবে সেগুলোর নাম নীচে দেয়া হলো-

Youtube Community
Facebook
Twitter
Ok.Ru
VK
Tumblr
Reddit
Pinterest
Blogger etc.



ইউটিউবের ভিডিও আপলোড হবার পরে আপনি যদি শেয়ার বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন উপরের ইমজেটি। যেখানে আপনি শেয়ার করার অনেক অপশন পাবেন। একটা ভিডিও আপলোড করার পরে আপনার প্রথম দ্বায়িত্ব ভিডিওটা সোশাল মিডিয়াতে শেয়ার করা যেনো আপনার বন্ধুরা বা ফলোয়ার রা বুঝতে পারবে যে- আপনি একটা ভিডিও আপলোড করেছেন। 

প্রথমে ইউটিএবর কমিউনিটি শেয়ার:


সেখানে আপনি দেখতে পারবেন যে মেনশন করার একটা উপায় আছে। সেখানে আপনি আপনার ইউটিউবের  ইউজার নেম টা মেনশন করতে পারেন। যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম: masudbcl. তো আমি @masudbcl মেনশন করে দিয়েছি যেটা সেখানে এড করা যাবে। তারপরে আপনি অনেক দরকারি কি ওয়ার্ড গুলোকে হ্যাশট্যাগ দ্বারা মেনশন করে দিতে পারেন যেনো সহজে আপনাকে ইউটিউবে সার্চ দিলে খুজে পাওয়া যায়।


এখানে ফেসবুকের শেয়ার বাটন। এখানেও আপনি হ্যাশট্যাগ মেনশন করে দিতে পারেন। ক্রমান্বয়ে অন্যান্য ছবিগুলো ও একই ভাবে আপনি শেয়ার করবেন। আমি নিচে ইমেজ আকারে বোঝাইয়া দিলাম। 

উপরের ইমেজে আপনি দেখতে পারবেন যে কিভাবে লিংকডইন এ শেয়ার করতে হয় ইউটিউব ভিডিও। একই ভাবে আপনি এখানেও হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। 



উপরের ইমেজে আপনি দেখতে পারবেন যে কিভাবে ইউটিউবে ভিডিও এমবেড করা হয় এবং শেয়ার করতে হয় ইউটিউব ভিডিও। এই শেয়ারিং কোড বা এইচটিএমএল কোড আপনি যে কোন খানে ভ্যভহার করতে পারবেন। 



উপরের ইমেজে আপনি দেখতে পারবেন যে কিভাবে টুইটার এ শেয়ার করতে হয় ইউটিউব ভিডিও। একই ভাবে আপনি এখানেও হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। 




উপরের ইমেজে আপনি দেখতে পারবেন যে কিভাবে ব্লাগর ডট কম এ শেয়ার করতে হয় ইউটিউব ভিডিও। একই ভাবে আপনি এখানেও হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। 



উপরের ইমেজে আপনি দেখতে পারবেন যে কিভাবে মিক্স ডট কম এ শেয়ার করতে হয় ইউটিউব ভিডিও। একই ভাবে আপনি এখানেও হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। 


উপরের ইমেজে আপনি দেখতে পারবেন যে কিভাবে ওকে ডট আর ইউ এ শেয়ার করতে হয় ইউটিউব ভিডিও। একই ভাবে আপনি এখানেও হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। 



Translate