Showing posts with label রিফাত হথ্যাকান্ড. Show all posts
Showing posts with label রিফাত হথ্যাকান্ড. Show all posts

Wednesday, September 30, 2020

BREAKING: রিফাত হত্যায় স্ত্রী মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ড | Rifat Verdict





আমার ধারনা ছিলো পরিস্থিতি বিবেচনায় মিন্নীকে হয়তো যাবজ্জীবন দেয়া হবে । সে আকর্ষনীয়া হবার কারনে তাকে নানা ধরনের ছেলেরা বাজে ভাবে উত্যক্ত করেছিলো যার ফলে সে মানসিকভাবে ষ্ট্যাবল ছিলো না। আরো সে ইয়াবা আসক্ত ছিলো। নেশাখোর ছেলে মেয়ে এবং অল্প বয়স এর বিবেচনায় এই মামলায় মিন্নী যাবজ্জীবন পাইতে পারে বলে ধারনা করেছিলাম। হয়তো রায়ের বিরুদ্বে উচ্চ আদালতে আপিল হবে। দেখা যাক- সামনে আরো কি আসে? রিফাত হত্যা ব্যাপারটা কিশোর বা বয়সে তরুন গ্যাং য়ের অনেকটা। সেই হিসাবে তাদেরকে বড় সড় রায় ফাসি না দিয়ে যাবজ্জীবন দেয়া যাইতো। ঠিক কার আঘাতে রিফাত ফরাজী শেষ নি:শ্বাস ত্যাগ করেছে তাও কেউ জানে না? সেই হিসাবে তাদেরকে বর্তমান আইনের যাবজ্জীবন ৩০ বছর সশ্রম কারাদন্ড দেয়া যাইতো। যাই হোক- বিজ্ঞ আদালতের রায়  যাদের বিরাুদ্বে তাদের মানসিক অবস্থাটা উচ্চ আদালত আশা করি বিবেচনা করবে যদি এই রায়ের বিরুদ্বে উচ্চ আদালতে আপিল হয়। ্এই ঘটনা থেকে শিক্ষা নেয়া উচিত দেশের সকল কিশোর তরুন গ্যাংবাজদের।বিশেষ করে টিকটক তরুনদের। টিকটক হৃদয়ের জড়িত থাকাটা দেশের টিকটক  ইতিহাসে প্রথম মার্ডারের ঘটনা। এর আগেও ২/১ টা ঘটনা ঘটেছে- সেখানে টিকটক করতে যােইয়া মারা যাবার মতো অবস্থা ও হয়েছে। 

Translate