Translate

Friday, May 15, 2020

ভালো মানের এসইও সার্ভিস কিনুন- SEOListly.com থেকে।

আপনার যদি অনলাইনে কেনাবেচার কোন ওয়েবসাইট থাকে বা আপনার যদি নিজস্ব কোন ওয়েবসাইট থাকে বা ব্লগ থাকে বা ইভেন্ট রিলেটেডে কোন ওয়েবসাইট থাকে তাহলে আপনার সে ওয়েবসাইট নিয়ে প্রচুর এসইও করতে হবে নয়তো আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়াতে পারবেন না। আজকে আমরা এমন কিছু টেকনিক নিয়ে আলোচনা করবো যেখানে আপনি  ফ্রিতে আপনার ব্লগ বা ওয়েবসাইটে আনলিমিটিডে বা লাইফ টাইম ট্রাফিক বাড়াতে পারবেন। সার্চ ইন্জিন থেকে আমার যে ট্রাফিক বা ভিজিটর জেনারেট করে থাকি সেগুলোকে ম্যাক্সিমাম টাইমে অর্গানিক বা রিলেটেড ট্রাফিক বা ভিজিটর বলে থাকি। ধরেন আমি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ব্লগ লিখে থাকি বা রেগুলার ব্লগ লিখতে আমার ভালো লাগে। কিন্তু আমার ব্লগে তেমন কোন ভিজিটর নাই বা কেউ আমার ব্লগ পোষ্টে কমেন্ট করতাছে না। তখন আমার উচিত হবে প্রথমে কমিউনিটির সাহায্য নেয়া। যেমন আমার লোকাল কমিউনিটি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড সার্কেল, প্রফেসনাল  ফ্রেন্ড সার্কেল বা এই ধরনের আরো কিছু সার্কেল যেখানে আমার চলাফেরা আছে- সেখানে যদি আমার ইমেজ ভালো থাকে তাহলে আমি আমার ব্লগ টা শেয়ার করতে পারি কারন আমার ছোটবেলার বন্ধুরা আল্টিমেটালি আমার ব্লগ টাকে ভালোবাসবে বা কমেন্ট করবে এবং শেয়ার ও করবে। আপনি মৌখিক ভাবেও শেয়ার করতে পারবেন।  তাতে দিনে দিনে আপনাকে যতো গলো মানুষ চিনে ধীরে ধীরে জেনে যাবে যে আপনি একজন ব্লগার বা আপনি ব্লগ এ লিখেন। দ্বিতীয় আপনি সোসাল মিডিয়া তে আপনার ব্লত পাবলিশ করবেন এবং সাথে ইংরেজী এবং বাংলা ২ টা হ্যাশট্যাগই ব্যভহার করবেন।    এখন প্রশ্ন হইতাছে শুধূ ব্লগ করলে কি উপার্জন হবে? হা ব্লগ করে আপনি অনেক ভাবে উপার্জন করতে পারবেন। সবচেয়ে জনপ্রিয় উপায় হইতাছে ব্লগার উইথ এডসেন্স। এটা নিয়ে আমার একটা ইউটিউব ভিডিও টিউটোরিয়াল আছে।  আপনি পুরো টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখলে একটা ক্লিয়ার ধারনা পেয়ে যাবেন ব্লগার উইথ এডসেন্স এবং কিভাবে আপনি গুগলের এডসেন্সের মাধ্যমে উপার্জন করবেন। 

সবচেয়ে মজার ব্যাপার হলো পুরো প্রসেসটা ই ফ্রি। Blogger.com গুগলের একটা ফ্রি সার্ভিস এবং 
adsense.google.com or Google.com/adsens একটা ফ্রি সার্ভিস। সো আপনার মনে চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন এবং মাস শেষে আপনার ব্যাংকে ডিপোজিট করতে পারেন গুগর ডট কম ক্যালিফোর্নিয়া অফিস থেকে। ট্রাফিক বা ভিজিটর বাড়ানোর জন্য আপনি যে পদ্বতি গুলো ব্যবহার করবেন: 

১) কি ওয়ার্ড রিসার্চ: বাংলাতে কি ওয়ার্ড রিসার্চের জন্য এখনো তেমন পপুলার কোন টুলস বের হয় নাই। কারন সকলেই বাংলা ভাষাকে ইন্টারনেটে সমৃদ্ব করে তোলার জন্য চেষ্টা করতাছে। সো সেই ক্ষেত্রে আপনি ইন্টারনেটে ভিজিট করে যেগুলো পপুলার সেগুলোকেই ব্যবহার করতে হবে। আপনি চাইলে নতুন করে হ্যাশট্যাগ ও ব্যবহার করতে পারেন কারন যে কেউ যে কোন কিওয়ার্ড কে পপুলার করার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করতে পারে। 

২) অন পেজ অপটিমাইজেসন:  একটা এসইও প্রোগামে ২টা ফাংশন থাকে- অন পেজ অপটিমাইজেসন এবং অফ পেজ অপটিমাইজেসন।  অন পেজ অপটিমাইজেসন যদি আপনি করেন তাহলে আপনার ব্লগের সার্চ ইন্জিন এনগেজমেন্ট বাড়বে এবং সার্চ ইন্জিন রেজাল্ট পেজে আপনার পজিসন ও বাড়বে বা সার্চ ইন্জিন থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়বে এবং সারা বিশ্বের যতো সার্চ ইন্জিন আছে সেখানে কেউ আপনার ব্লগের মেটা কি ওয়ার্ডস গুলো লিখে সার্চ দিলে সেখানে শো করবে এবং এতে আপনরা ব্লগের ভিজিটর বাড়বে। এই জন্য অনেক কে দেখেছি বাংলাতে ব্লগ লিখলেও কিওয়ার্ড দেয় েইংরেজীতে। 

৩)  অফ পেজ অপটিমাইজেসন খুবই দরকারি এবং অতি অবশ্যই করতে হবে অফপেজ অপটিমাইজেসন। এর মাধ্যমে যে কোন সার্চ ইন্জিনে আপনার ওয়েবসাইট পজিসন ধীরে ধীরে বাড়বে। যদি বাংলাতে ব্লগ লিখেন সে ক্ষেত্রে আপনার কম্পিটিসন টা কম হবে। আর যদি আপনি ইংরেজীতে লিখেন তাহলে আপনাকে খুবই ভালো মানের অফ পেজ অপটিমাইজেসন করতে হবে। নয়তো আপনার পেজকে আপনি গুগলের প্রথম দিকে আনতে পারবেন আর ফলে আপনার ওয়েবসাইটে ভিজিটর ও আসবে না এবং আপনার ওয়েবসাইটে যদি কোন প্রোডাক্ট থেকে থাকে সেটাতেও কোন সেলস বা ক্লিক আসবে না। 

এখণ এই অন পেজ অপটিমাইজেসন এবং অফ পেজ অপটিমাইজেসন প্রফেসনাল দের কে আপনি কোথায় খুজে পাবেন। পৃথিবীতে সবচেয়ে বড় এসইও মার্কেটপ্লেসে র একটা এফিলিয়েট ষ্টোর আছে  যেখানে আপনি সার্চ দিয়ে ভালো মানের ফ্রি ল্যান্সার সারা বিশ্ব থেকে খুজে বের করে  আপনার ওয়েবসাইট বা প্রোডাক্ট বা ব্লগের জন্য হোয়াইট হ্যাট এসইও করাতে পারবেন। মিনিমাম ১০ লাখ ফ্রি ল্যান্সার পাবেন আপনি এই মার্কেটপ্লেসে এবং আপনি এখান থেকে পোডাক্ট সার্চ করে কিনতে পারবেন। 



এখান থেকে পোডাক্ট কেনা বেচা করার জন্য আমার আরো একটা ইউটিউব ভিডিও প্লেলিষ্ট আছে যেটা আপনি পুরোপুরি দেখলে বিশ্বের সেরা এসইও মার্কেটপ্লেস থেকে অনবরত প্রোডাক্ট কিনতে পারবনে। 

শুধু আলাদা করে প্রোডাক্ট কেনা অপশনটা দেখতে চাইলে নীচের ভিডিওটা দেখেন পুরোপুরি। আপনি সরাসরি বিশ্বের সেরা মার্কেটপ্লেস থেকে এসইও অফ পেজ এবং অন পেজ এক্সপার্ট দের মাধ্যমে কিনতে পারবেন যাতে আপনার ব্লগ বা ওয়েবসাইট বিশ্বে অনেক বড় র‌্যাংকিং পাবে- সারা জীবন ট্রাফিক বা ভিজিটর আসবে এবং পোডাক্ট কেনা বেচা করতে পারবেন।  

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl