Translate

Tuesday, March 16, 2021

কেস ষ্টাডি : Youtube Intentional Views. আমার এসইও অভিজ্ঞতা থেকে।

যতোদূর বুঝলাম বাংলাদেশে একটা  কম্যুনিটি  সিগনালিং হয় যে কোন ভিডিও প্রকাশ করার আগে।  অনেক গুলো গ্ররপ একসাথে অনেক সতর্ক থাকে কোন ভিডিও প্রকাশ হবার আগে। আর প্রকাশ হবার সাথে সাথেই সেটাকে ভাইরাল করার জন্য উঠে পড়ে লেগে যায় কারন এই ব্যাপারটাকে তারা খুব এনজয় করে। কিন্তু এই ব্যাপারটা আমার  অভিজ্ঞতা থেকে বলতে পারি: এসইও বিরোধী কাজ। এসইও ছাড়া পৃথিবীর কোন ইন্ডাস্ট্রিজ এক পাও আগাতে পারে না। আর এসইও এর ক্ষেত্রে হোয়াইট হ্যাট এসইও এর কোন বিকল্প নাই। 





সারা দেশের ৬৪ জেলা এবং প্রায় ৬০০ উপজেলাতে একসাথে  যে কোন ভিডিও কে ভাইরাল করার জন্য একটা প্রি পিপারেশন থাকে সবার যা সহজেই ইউটিউব অনুমান করতে পারে। যেমন ধরেন: আপনি ইউটিউবে লগইন নাই: হঠাৎ করে প্রায় ১০ লক্ষ লোক একসাথে ইউটিউবে এ্যাপে প্রবেশ করে একটা চ্যানেল ওপেন করে বসে থাকলেন। সেখানে ভিডিও টা রিলিজ হওয়া মাত্রই আপনি সহ আরো ১০ লক্ষ লোক একসাথে ভিডিও টা দেখা শুরু করলেন, লাইক করলেন , কন্টে করলেন আর য়োর করে বেরিয়ে গেলেন এবং বলে দিলেন যে: ভিডিও টা ভাইরাল বা পপুলার। কিন্তু আদতে সেটা হয়ে গেলো ব্ল্যাক হ্যাট এসইও। ইন্টারনেটের জগতে যারা প্রথমেই ২ নম্বরি পন্থা অবলম্বন করে তাদেরকে বলা হয় ব্ল্যাক। 






পৃথিবীর ২য় সার্চ ইন্জিন ইউটিউব নিশ্চয়ই এতো বোকা না। তারা সহজেই জানতে পারবে বা বুঝতে পারবে যে: একসাথে ১০ লক্ষ লোক এ্যাপে ঢুকেছে। সেখানে রেকর্ড থাকবে। আর নির্দিষ্ট চ্যানেল ওপেন থাকার কারনে সেটা আরো বেশী শো করবে এবং ইউটিউব বুঝতে পারবে যে: এইখানে ইনটেনশনাল ভিউজ হইতাছে। ইউটিউব এই ইনটেনশনাল ভিউজ কে ডিজলাইক করে। সো আপনি যদি ইনটেনশনাল ভিউজ না এনে ন্যাচারাল এসইও ভিউজ  আনেন তাহলে আপনার রেটিং ও  সবকিছু ওকে থাকবে। মুখে মুখে যে ভাইরাল করার পদ্বতি সেখানে একটি স্পিডোমিটার আছে। ডে বাই ডে স্লোলি গ্রোথ হবে। একেবারে প্রথম দিন থেকে যদি আকাশ চুম্বী গ্রোথ শুরু হয় তাহলে আপনার মন মেতা সব কিছু হবে না। 


আমার ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত ইউটিউব এসইও রিলেটেড ভিডিও দেবার চেষ্টা করতাছি। আপনার যদি ভালো লাগে তাহরে প্লিজ দেখবেন এবং শেয়ার করবেন।


blogger/vlogger/youtuber: masudbcl

Search me on youtube: masudbcl  


  



No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl