Translate

Saturday, February 22, 2020

নেইম চিপ একাউন্ট থেকে ওয়েবসাইট রিনিউ করলাম।

আমি অনেক আগে তেকে নেইমচিপ একাউন্ট ব্যবহার করতেছিলাম।হঠাৎ করেই নোটিফিকেশন পাইলাম যে আমাকে একটা ডোমেইন রিনিউ করতে হবে। তো আর কি করা? চলে গেলাম ব্যাংকে। ক্রেডিট কার্ডে ডলার লোড করলাম। তারপরে ষ্টেপ নিলাম ডোমেইন রিনিউ করার। কিভাবে ক্রেডিট কার্ডে ডলার লোড করতে হয়ে তার একটা পূর্ববর্তী পোষ্ট দেয়া আছে পরীক্ষা করে দেখতে পারেন। 

প্রথমে একাউন্টে ০৩ ডলার ছিলো। তারপরে ১০ ডলার লোড করলাম। সব মিলিয়ে ১৩ ডলার +দেখাবে। বেসিকালি ডোমেইন রিনিউ করতে গেলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশন অনুযায়ী যদি আপনি আগান তাহলে নেক্সট এবং ইয়েস এর মাধ্যমে আপনি নতুন করে ডোমেইন রিনিউ করে ফেলতে পারবেন।  


                             

এখানে নীচের ছবিতে দেখবেন অলরেডী ডলার লোড করা হয়েছে। তারপরে আপনি ডোমেইন রিনিউ বাটনে ক্লিক করার পরে এই পেজটা আসবে। একানে আপনার টোটাল কতো ডলার খরচ গবে সেটা দেখাবে। 


যদি আপনার কাছে কোন কুপন কোড থাকে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। 



তারপরে নেইম চিপ থেকে সেলস রিসিট জেনারেট করে দেখাবে। এখান েসব ডিটেইলস দেয়া থাকবে।


তারপরে  WhoIsGuard  এর প্রাইজ ইনক্লুডেড সহ টোটাল প্রাইজ টা দেখাবে। 


এবং এই সেলস রিপোর্ট টাও দেখাবে। 



পরিশেষে  ফাইনাল রিপোর্ট দেখাবে। 



ব্যাপারটা খুবই সহজ। যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড যদি থাকে এবং যে কোন ব্যাংকের সাথে যদি ডুয়াল কারেন্সী ক্রেডিট কার্ড থাকে তাহলেই আপনি নেইমচিপ থেকে ডোমেইন কিনে যে কোন খানে ব্যবহার করতে পারবেন এবং  সেলও করতে পারবেন। তবে প্রকাশ থাকে েয আপনি েএমন ধরনের কোন প্রাইজে ডোমেইন কিনবনে না যাতে আপনার বিরুদ্ধে কোন অভিযোগ আসে। আর িপরিশেষে যদি আপনার আরো কেনা প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন। 

Namecheap.com এ কিভাবে ডোমেইন নেম সার্চ করবেন?
প্রথমে ওয়েবসাইটে আসনে এবং সকল ডিটেইলস চেক করে দেখেন।


তারপরে ডোমেইন সার্চ বক্সে আসেন।


তার আগে ডোমেইন বক্সে ক্লিক করে আপনি অল ডিটেইলস চেক করে দেখতে পারেন। 



সেখানে ডোমেইন ক্লিক অপশনে যাইয়া ওয়েবসাইট নাম সার্চ করে দেখবেন।



ডিজায়ারড ডোমেইন নেম গুলো দেখেন। এক্সটেনসহ এবং প্রাইজ সহ দেখাবে। 





No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl