Translate

Monday, February 10, 2020

কিভাবে আপনি লাইকি ফ্যান ফলোয়ার জেনারেট করবেন?

ইমু, টিকটক এবং লাইকি- তরুন প্রজন্মের কাছে সবচেয়ে পপুলার তিনটি মাইক্রো ভিডিও রেকর্ডিং প্লাটফর্ম। এখানে এমন কোন তরন জেনারেশন নাই যে একাউন্ট তৈরী করতাছে না বা একাউন্ট দিয়ে ভিডিও রেকর্ডিং করতাছে না। এইটা তাদের কার এখন কার সময়ের ষ্টাইল। যেমন আমাদের সময়ে ষ্টাইল ছিলেঅ সেবা প্রকাশনীর বই পড়া বা সাপ্তাহিক বিচিত্রা পত্রিকা তে চোখ বুলানো- সেরকম এখনকার খরুন প্রজন্মের ছেলে রা এবং মেয়ে রা উপকৃত বা পুলকিত হয় বা একটা জেনারেশন বা এবটা প্রজন্ম গড়ে তুলেছে এই ৩টা এ্যাপ ভিত্তিক।  এই ৩টা এ্যাপ এদের আনন্দ করার মাধ্যম। ইট পাথরের খাচাতে বন্দি থেকে রাজধানী ঢাকা শহরে আনন্দ করার এই এ্যাপস গুলো একটা অন্যতম মাধ্যম। ইউরোপিয়ার আমেরিকান দেশের মতো ১৩ বছর বয়সের পরে একটা ছেলে বা মেয়েকে যতোটা স্বাধীনতা দেয়া হয় এখানে ও তেমনি একটা ছেলে বা মেয়েকে ইন্টারনেট বা এই এ্যাপস গুলো চালানোর মতো সুযোগ সুবিধা আমাদের দেশের বর্তমান সোসাইটি দিয়ে ফেরেছে। প্রেথমেই দেখি এ্যাপসগুলো আপনি কিভাবে গুগল প্লেষ্টোর তেকে এক ক্লিকে ডাউনলোড করবেন। 
 Imo

 Likee

 TikTok


এ্যাপসগুলোর যে কোন একটাতে ক্লিক করলেই আপনাকে গেুগল প্লে ষ্টোর এর ডাউনলোড পেজে নিয়ে যাবে। সেখানে থেকে যেভাবে নেক্সট এবং ইয়েস এর মাধ্যমে এ্যাপস ইনষ্টল করতে হয় সেভাবে আপনিও এ্যাপস ইনষ্টল করে নিবেন। এই এ্যাপসগুলো দিয়ে সহজেই ভিডিও  তৈরী করা যায়। ১৫ সেকেন্ড থেকে ৪৫ সেকেন্ডের ভিডিও গুলো এই প্রজন্মের কাছে কুবই জনপ্রিয়। এখনো ইমু বিডিও ভিত্তিক সোশাল মিডিয়া এক্সচেন্জ এখনো শুরু হয় নাইখ কিন্তু অপর ২টা এ্যাপস এ সোশাল মিডিয়া এক্সচেন্জ শুরু হয়ে গেছে সম্প্রতি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশাল মিডিয়া এক্সচেন্ড ওয়েবসাইটে।




তো একটা ১৫-৪৫ সেকেন্ডের বা তার চেয়ে ও বেশী সময়ের ভিডিও আপলোড করতে গেলে আপনাকে এ্যাপস এর ভিডিও রেকর্ডিং সেকশনের সাহায্য নিতে হবে এবং তাদের এ্যাপসগুলোর অনেক সেকশন আছে যেগুলো আপনাকে ডে বাই ডে ষ্টাডি করে নিতে হবে বা নিকটস্থ কোন বন্ধুর কাছ থেকে যারা এই এ্যাপসগুলোতে এক্সপার্ট তাদের কাছ থেকে শিখে নিতে হবে। উপরে দেখবেন- একটা ব্যানার দেখাচ্ছে। সেখানে ক্লিক করলে আপনি একটা ওয়েবসাইটে চলে যাবেন।



আপনার লাইক তে ফলোয়ার বাড়াতে হলে প্রথমে আপনাকে একটা ওয়েবসাইটে সদস্য হতে হবে এবং সেখান থেকে আপনাকে ফ্রি রেজিষ্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটের হোম পেজে অনেক ডিটেইলস দেয়া আছে যা আপনি সহজেই বুঝতে পারবেন।পারলে পুরোটা পড়ে নিবেন। পৃথিবীতে যে কোন ওয়েবসাইটে সারা জীবন কাজ করার ইচ্ছা থাকলে টিওএস এবং প্রাইভেসী পলিসি পড়ে নিতে হবে অবশ্যই। তারপরে প্রথম ষ্টেপ হিসাবে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে। 

 addmefast


এখন আপনাকে এই রেজিষ্ট্রেশন ফর্ম ফিলাপ করতে হবে। তারপরে আপনার কাছে একটা ইমেইল যাবে। সেখানে ইমেইল ভেরিফিকেশন করতে হবে। তারপরে আপনার ইমেইল এক্টিভেশন করে আবার আপনাকে হোম পেজে আইসা লগ ইন করতে হবে। লগইন করার পরে আপনি একটা ওয়েলকাম বোনাস পাবেন এবং আপনার কাছে একটা টার্মস এবং সার্ভিস পেজ আসবে এবং সেখানে আপনাকে কন্ডিশন এ রাজি হতে হবে। তারপরে আপনি একটা ওয়েলকাম পেজ পাবেন।


তারপরে আপনি বাম দিকে তাকালে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের অপশন আছে। সেগুলো তে আপনি বাম দিকের ফ্রি পয়েন্টস এ ক্লিক করবেন । তাহলে আপনি নিজে নিজে এখানে কাজ করে পয়েন্ট উপার্জন করতে পারবেন । এডমিফাষ্ট ডট কম তেকে যদি আপনি পয়েন্ট উপার্জন করে সেল করতে চান তাহলে আপনাকে মোটামুটি টিম তৈরী করে কাজ করতে হবে। হাই স্প্রিড ইন্টারনেটে কানেকশন লাগবে। ১০ জনের একটা টিম নিয়ে যদি কেউ কাজ করে তাহলে সারাদিনে ২ঘন্টায় ১০০০০ পয়েন্ট করে করে সেল করতে পারবেন সারো দেশ বা সারা বিশ্বে। সারা দেশে সেল করতে গেলে হয়তো আপনাকে ২৫০-৩০০ টাকা করে দেবে। রেফারেল অপশন আছে। যদি কেউ আপনার লিংক তেকে জয়েন করে তাহলে আপনি একটা পয়েন্ট বোনাস পাবেন। আবার যদি আপনি টানা ৭৫ টা এড দেখেন তাহলে আপনাকে ৫০০ পয়েন্ট বোনাস পাবেন। প্রথম দিন যেদিন রেজিষ্ট্রেশন করবেন সেদিন কোন বোনাস নাই। তারপরের দিন তেকে বোনাস এড হবে। এখন আপনি যদি বলেন যে আপনি পয়েন্ট করবেন না - আপনি পয়েন্ট কিনবেন তাহলে আপনার অনেক কষ্ট হবে।  কারন যেখানে সারা বাংলাদেশে ৩০০০ পয়েন্ট ৫০-৬০ টাকা দিয়ে কেনা হয় সেখানে আপনার ৮৫০০ পয়েন্টের দাম আসে প্রায় ২২০০ টাকা যা একপ্রকার আকাশ সমান দাম। এখানে আপনি নীচের  ইমেজে দেখেন ৮০০ পয়েন্টের দাম ৩ ডলার। ৩ ডলার মানে প্রায় ২৫০ টাকা। সেক্ষেত্রে ২৫০ পয়েন্ট দিয়ে আপনি প্রায় ১০০০০ পয়েন্ট লোকালি কিনতে পারবেন। এ ব্যাপারে আরো ডিটেইলস দেয়া থাকবে ভিডিওতে। সো আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে পয়েন্ট কিনে ইন্টারন্যাশনালি সার্ভিস সেল করেন তাহলে আপনার অনেক বেশী প্রাইজ চাইতে হবে যাতে করে কেউ রাজি হবে না। পৃথিবীর সব দেশের জন্য ই এপিআই সার্ভিস ওপেন আছে। বোধ করি বাংলাদেশের জন্য ও আছে কারন বাংলাদেশ তো একটা দেশ। সেক্ষেত্রে বাংরাদেশে পার হেড  আইপি না থাকার কারনে যদি এই ব্যাপারটা হাইড করা হয় তাহলে বের করার কোন উপায় আপাতত আমার কাছে নাই। কিন্তু একানে এই এড মি ফাষ্টে  আপনি বাংলোদেশ আলাদা করে স্পেসিফাই করে দিতে পারবেন। সে ক্ষেত্রে আপনি যে কাউকে অফার দিতে পারবেন যে আপনার সোশাল মিডিয়া পোষ্টে আমি ১০০০০/২০০০০/৩০০০০ লাইক এড কেরে দিবো। এটএ টাইমে একটা জনগোষ্টী অনলাইনে আসলো এবং সমানে কান্ট্রি ওয়াইজ রাইক দিয়ে চলে গেলো। যে লাইক পাইলো সে তো মহাখুশী। আমার পোষ্টিং এ অনেক রাইক এসেছে কিন্তু সেটা বাস্তবে সোশাল  মিডিয়া এনগেজমেন্ট হলো না।  সোশাল মিডিয়া এনগেজমেন্ট বলেতে এখানে বোঝানো হইতাছে আপনি যে কারনে পোষ্টিং টা দিয়েছেন আপনার সেই পোষ্টিং টা সফল হলো কি না হলো। ধরেন আপনি একটা রেষ্টুরেন্টে গেছেনঅ আপনি জনপ্রিয় মডেল। রেষ্টুরেন্টের মালিক আপনাকে একটা অফার দিলো। যে আপনার সোশাল মিডিয়া প্রোফাইলে অনেক ফলোয়ার এবং লাইক আছে সো আপনি আপনার পোষ্টিং এ বা হোম পেজে আমাদের একটা প্রোডাক্ট পাবলিশ করে দেন তো আমি আপনাকে এই পোষ্টিংটার জন্য এই পরিমান পেমেন্ট দিবো। তো আপনি সহজে রাজি হয়ে গেলেন এবং বললেন যে ওকে আপনি পেমেন্ট ক্লিয়ার করেন আমি হ্যাশট্যাগ সহ আপনাকে পোষ্টিং এর লিংক সেন্ড করে দেবো। এখন পরিকল্পনা মাফিক কোন গ্রুপ যারা নিয়মিত আপনোকে নন এনগেজমেন্ট লাইক/ফলো দিয়ে বিব্রত করতাছে বা বিব্রতকর পরিস্থিতিতে ফালাইতাছে তারা কোন একটা প্লাটফর্ম বা প্রাইভেট হোষ্টিং বা প্রাইভেট গ্রুপ থেকে একসাথে হয়ে আপনার পোষ্ঠিং করা লিংক থেকে সমানে লাইক দেয়া শুরু করলো এবং পরিকল্পনা মাফিক লাইক দিয়ে চলে গেলো। আপনি আপনার পোষ্টিং এ কন্ট্রাক্ট মোতাবকে লাইক পাইলেন কিন্তু আপনাকে যে হায়ার করেছে সেই রেষ্টুরেন্টের মালিক তার কোন লাভ হইলো না কারন এই গুলা কোনটাই পোষ্টিং এনগেজমেন্ট ছিলো না। এরা কোন তুতীয় পক্ষ হঠাৎ করে আপনাকে লাইক দিয়ে গায়েব হয়ে গেরো। একবারে যে আপনার পারসোনাল অডিয়েন্স নাই তা কিন্তু না কিছু পারসোনাল ফ্যান ফলোয়ার তো আপনার আগে থেকেই রয়ে গেছে - তারাই হয়তো আপনাকে রিয়েল বেনিফিটা করার ট্রািই করবে। সোশাল মিডিয়ার এই পুরো ব্যাপারটা আপনি এখানে বূজতে পারবেন। 


তো আপনি যদি ফ্রি তে কিছুক্ষন কাজ করার পরে কিছু পয়েন্ট তৈরী করেন  এবং এড সাইট/পেজ অপশনে ক্লিক করেন তাহলে আপনি সবগুলেঅ সোশাল মিডিয়া এ্ড করার বক্স পাবেন। তারপরে আপনি আপনার লাইকি প্রোফাইল বা অন্য যে কোন সোশাল মিডিয়া এড করবেন তার লিংক আপনি প্রথমে বক্স সিলেক্ট করবেন। তারপরে আপনি দেখবেন কোন কোন দেশর জণ্য আপনি সার্ভিস টা সেট করবেন। ওয়ার্ল্ড ওয়ােইড বা কান্ট্রি বেজড। সর্ব্বোচ্চ ৩০ টা কান্ট্রি আপনি এড করতে পারবেন। ৩০ টা কান্ট্রি সিলেক্ট করার পরে আপনি টোটাল ক্লিকস সিলেক্ট করবেন বা ডেইলি ক্লিকস সিলেক্ট করবেন। 


তো এখানে প্রথমে আমি লাইকি ফলোযারস বা ফ্যান এড করলাম। তারপরে ওয়ার্ল্ডওয়াইড সিলেক্ট করলাম। তারপরে একটা টাইটেল দিলাম। তারপরে ইউজারনেম বা আইডি দিলাম যা লাইক প্রোফাইল পেজে আছে। তারপরে ডেইলি ক্কিস সিলেক্ট করে দিলাম ১০। এভাবে প্রতিদিন ১০ টা ফলোয়ার আমার একাউন্টে এড হবে। এখানে প্রকাশ থাকে যে- যারা ম্যানূয়ালি লাইক বা ফলো করবে তাদের প্রোফাইল যদি ডিলেট হয়ে যায় তাহলে আপনার লাইক বা ফলোয়ার সংখ্যাও কমে যাইতে পারে। তবে অভিজ্ঞতা থেকে বলতে পারি সেটা মাত্র ১০%। 


                               


এখানে যতোগুলো সার্ভিস আছে সবগুলোই আপনি এড করতে পারবেন এবং আপনার সোশাল মিডিয়া প্রেজেনস বাড়াতে পারেন। আপনি যদি মনে কারনে আপনি খুবই দামী লোক এই ধরনের কাজ আপনার করা ঠিক হবে না। তাহলে ব্যাপারটা ভুল। আপনি এখানে মিলিয়নার চেলে পেলে দেরকে ও পাবেন- মিলিয়নিয়ার মেয়েদেরকেও পাবেন যারা নিয়মিত এখানে রেগুলার ৭৫ ক্লিক এর কাজ করে। প্রথমত তার কোন না কোন  সার্ভিস এখানে এড করা আছে। তারপরে সে রেগুলার জ্ঞান আরোহন করে এবং নিজেকে তথ্যসমৃদ্ধ করে ফরে টোটাল বিশ্বে সোশাল মিডিয়া প্লাটফর্মে কি হইতাছে না হইতাচে - কি আপডেট আসতাছে সব আপনি জানতে পারবেন। আমার অনেকে নতুস বন্থুও জুটে যাবে। অনেক নতুন ফ্যান ফলোয়ার ও জুটে যাবে। যেমন আমি করেছিলাম আমার ইন্টষ্ট্রাগ্রাম প্রোফাইল নিয়ে অনেক আতে। এখন আমার প্রোফাইল গ্রাজুয়ালি ইনক্রিজিং। প্রতিদিনি ই নতুন নতুস লাইক ফলোযার আসে। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হই এবং আমার কাছে ভােলো লাগে। এটা প্যাশন থেকে এইটা করা এবং এতো চমতকার মানুসের সাথে দেখা হয় যারা আনইমাজিনেবল। আমার রিকুয়েস্ট যারা এই পোষ্ট টা পড়লেন তারা যার যার তার তার নিজের প্রোফেইলের জন্য করতে পারেন। আপনার প্রোফাইলের কোন ক্ষতি হবে না কারন এইটা এপিআই বেজড। আর এপিআই সোশাল মিডিয়া এলাইড। সবসময়ই মনে রাখবেন হ্যাকারদের পলিসি থাকে গোপন আর ওপেন সোর্স  নেটওয়ার্কে র সবার সবকিছূ থাকে ওপেন। 

এরপরেও যদি আপনার আরো কিছূ জানার থাকে আার সাথে কন্ট্রাক্ট করতে দ্বিধাবোধ করবেন না। আপনি যদি সোশাল মিডিয়া সার্ভিস সেল করতে চান তাহলে আপনি নীচের ভিডিও টা মনোযোগ সহকারে দেখতে পারেন। ২/১ টা সোশাল মিডিয়া ছাড়া বাকী সবগুলোর সার্ভিস ই আপনি বিশ্ব জুড়ে সেল করতে পারবেন। 



আপনি যদি সোশাল মিডিয়িা এক্সচেন্জ বুঝতে পারেন তাহলে আপনি নীচের মার্কেটপ্লেসি রিলেটেড বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি সোশাল মিডিয়া রিলেটেড সার্ভিস মেক করতে পারবেন এবং সেল করতে পারবেন। আর যদি আপনার আরো কোন হেল্প লাগে তাহলে আমাকে নক করতে পারেন।

Cell/Imo/Whats app: +8801798842170
Email: centjoseph001@gmail.com
Facebook: http://www.facebook.com/masudbcl01
Skype: masudbcl











No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl