Translate

Wednesday, July 22, 2020

সুন্দর অভিজ্ঞতা - সারিন্দা রেষ্টুরেন্টে থেকে নান এবং গ্রিল গোম ডেলিভারি।


#সারিন্দা_রেস্টুরেন্টের পার্সেল ও ফ্রী হোম ডেলিভারির কাউন্টার। 🖤
Posted by Sarinda Group on Thursday, June 4, 2020

 বড় বোনের বড় মেয়ে ভাগিনী- বিশ্ববিদ্যালয়ের ছাত্রী- প্রায়শই টুকটাক আবদার করে মামা আমাকে এইটা খাওয়াইতে হবে- ঔটা খাওয়াইতে হবে। কয়েকদিন ধরে বলতাছে তাকে নান এবং গ্রিল খাওয়াইতে হবে। ঢাকা শহরে যখন রাস্তা ঘাটে চলাফেলা করতাম হেটে হেটে- তখন অনেকখানে দেখেছি নান এবং গ্রিল এর প্যাকেজ দেয়া- যেমন আজিজ সুপার মার্কেটের নীচতালাতে। ময়মনসিংহে কখনো চোখে পড়ে নাই। তবে যেহেতু ভাগিণী আবদার করতাছে সেহেতু বুঝতে পারলাম ময়মনসিংহেও সম্ভবত ভালো মানের গ্রিল পাওয়া যায়। সে খেয়েছে কিন্তু কোন রেষ্টুরেন্টে খাইছে সেটা আর বলতে পারতাছে না। বিল্ডিং এর কনষ্ট্রাকশন কাজ চলতাছে- আজকে সকালে প্রচন্ড বৃষ্টি হওয়াতে লেবাররা আর আসে নাই কাজ করতে। ভাবলাম আজকেই সুযোগ- তাকে নান এবং গ্রিল খাওয়াবো। ইন্টারনেট সার্চ দিতে বসলাম- দেখলাম ময়মনসিংহে ফুডপান্ডা আছে। তো ভাবলাম- ময়মনসিংহে ফুডপান্ডা আছে তো ফুডপান্ডাকেই অর্ডার দেই। যেটাতেই সার্চ দেই বলে ডিসটেন্স। অথচ ময়মনসিংহ শহরটাই ছোট। একমাথা থেকে আরেক মাথা ১০ কিলোমিটার হবে। কল দিলাম একটা রেষ্টুরেন্টে বলতাছে ফুডপান্ডা আছে কিন্তু নান গ্রিল নাই। সব ভেবে টেবে আমাদের বহুল পরিচিত ময়মনসিংহের লোকাল এবং ফেভারিট সারিন্দা তে কল দিলাম। কিছু জিজ্ঞাসা করতেই বলতাছে- আমি যেখানে আছি সেখানে তারা পার্শ্বেল দিতে পারবে। বললাম কোন এক্সটা চার্জ- তো বলতাছে যে না। তাহলে সেন্ড করে দেন। আমি ক্যাশ অন ডেলিভারি দিবো। বললো- ৫০ মিনিটস টাইম লাগবে। মাঝে আমি বাসার ঠিকানাও ম্যাসেজে সেন্ড করে দিলাম। ১ ঘন্টার মধ্যেই পার্শ্বেল চলে এলো। মামা ভাগিনী মিলে আরাম করে খাইলাম এবং তাকে বললাম নান গ্রিল খেয়ে যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আরো এনে খাওয়াবো। বাসাতে মাইক্রোওয়েব ওভেন আছে কিন্তু অন্যান্য মশলা নাই। সো পরে আবার বাসাতেই বানাতে হবে বড় বোন বা ছোট বোন আসলে -তাই প্ল্যান করলাম। ভালো লেগেছে ময়মনসিংহ শহরের সারিন্দা থেকে হোম ডেলিভারিতে আনা নান এবং গ্রিল।

ময়মনসিংহ শহর এখন বিভাগীয় শহর, মহানগর, সিটি কর্পোরেশন। একসময়ের গ্যানজাম মুখর স্লো শহর না- তা আজকে প্রমান পাইলাম। শহর ধীরে ধীরে আরো বড় হইতাছে- নাগরিক সুবিধাও বাড়তাছে। আরো দুইটা  ভাগিনী আছে- তারাও দেখলাম ময়মনসিংহ শহরের প্রতি ভালো অনুরক্ত। শহরের স্কুল কলেজে পড়তেই তারা বেশী পছন্দ।   ময়মনসিংহ শহর যেহেতু বিভাগীয় শহর- সেহেতু টোটাল ময়মনসিংহ সদর আসনই ময়মনসিংহ সিটি কর্পোরেশন হওয়া উচিত- যেমন আছে রাজশাহী বা বরিশাল বা সিলেট সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সদর আসন - ময়মনসিংহ ৪ আসন কেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রুপ দিতে হবে ( আমার ময়মনসিংহ শহরের বসবাসের অভিজ্ঞতা থেকে বলতে পারি- সেই গফরগাও থেকে বিদ্যাগঞ্জ, ফুলবাড়িয়া থেকে ঈশ্বরগঞ্জ এই টোটাল এলাকাই সিটি কর্পোরেশনে আসতে পারে প্রায় ১০০ ওয়ার্ড, ৩৩ মহিলা ওয়ার্ড কমিশনার এবং একজন প্রতিমন্ত্রী মানের মেয়র) - ভবিষ্যতের ময়মনসিংহ শহরকে আরো বেশী গতি সম্পন্ন দেখতে হলে। তবে গতির কারনে যেনো মোরালিটি বদলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। 

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl