Translate

Saturday, July 25, 2020

অনেক বছর পর গরু দেখতে যাওয়া। কোরবানীর গরু।

10 lac each one cattle for the holly qurbanir eid.


অনেকেই মনে করেন ব্লগস্পট থেকে ফেসবুকে পোষ্টে ক্লিক করলে হয়তো বা আপনার ফেসবুকে একাউন্ট এর কোন ক্ষতি হবে। এইটা আসলে ঠিক না।  কারন ফেসবুক এ যদি কেউ আপনার একাউন্ট অন্য কোথঅও থেকে হ্যাক করতে চায় তাহলে অবশ্যই আপনার কাছে ডিভাইস নোটিফিকেশন আসবে। সো এইখানে আমি আমার ফেসবুকের পেজ থেকে একটা ভিডিও আপলোড করেছি।সো আপনার যদি ভালো না লাগে বা ভয় লাগে তাহলে আপনি আমার ব্লগস্পট একাউন্ট থেকে সরাসরি আপনার ফেসবুক একাউন্টে ঢুকবেন না। এইটা এপিআই এর মাধ্যমে করা হয়। ফেসবুকের যে কোন পোষ্টের পাশে এমবেড কোড থাকে। সেই এমবেড কোড ব্লগ এর পোষ্টিং ব্লগ এইচটিএমএল  পেষ্ট করলে ভিডিও দেখাবে। 

তো কথা বলতেছিলাম যে গরু দেখতে যাওয়া। শেষ কবে গরু দেখতে গেছিলাম ভুলে গেছি। সেজন্য আজকে গেছিলাম মাস্ক পড়ে একটা গরুর খামারে। ময়মনসিংহ র‌্যাব অফিসের উল্টা দিকে। ময়মনসিংহ হেল্পলাইন খুব বড় একটা গ্রুপ যা দিনে দিনে বেড়ে যাইতাচে এবং ময়মনসিংহ শহরে বসবাসরত অনেক মানুষের দিনে দিনে অনকে উপকার করতাছে। সেখানে পোষ্টিং দেখে যাওয়া। প্রায় ৫৪ টা দেশী গরু খামার থেকে বিক্রিও হবে। স্বভাবতই খামারের গরুর আলাদা পরিচর্যা করা হয়- পরিস্কার পরিচ্ছন্ন থাকে। তো সেই মোতাবেক ময়মনসিংহ হেল্পলাইন ফেসবুক পেজ/গ্রুপ থেকে নাম্বার নিয়ে কল দিলাম এবং পেয়েও তেলাম রেসপন্স। তারপরে দিন তারিখ ঠিক করে আজকে গেলাম আব্বাকে সাথে নিয়ে এবং খামারে ঢুকে পেয়ে গেলাম পরিচিত ছোট ভাই কামরুলকে- মানে যাকে কল করে কন্ট্রাক্ট করেছিলাম সে পরিচিত। পরে তার সহৃদয় ব্যবহার ও পেলাম।

দেখলাম ঢাকা থেকে এক ব্যবসায়ী এসেছেন গাবতলীতে গরু বিক্রি করবে। ২ টা গরু নিতাছে প্রায় ২০ লাখ টাকা। বিদেশী হাই ব্রিড গরু। আর সাথে আরো ১০/১২ টা দেশী গরু নিবে। তো সেই দুইটা ১০ লাখ টাকা দামের গরু দেখে ভিডিও করে নেয়ার চেষ্টা করলাম এবং আপলোড ও করলাম। এখানে তারই ডিটেইলস একটা ভিীডও দেবার চেষ্টা করা। সচরাচর দেশী গরু যে রকম হয় সেরকমই সবগুলো। ২/৩ টা দেখলাম এবং কিছুটা আইডিয়া নিয়ে বলরাম আবারো আসবো - বড় বোন জামাই এবং চেঅট ভাইকে সাথে নিয়ে- তখন ফাইনাল করবো। করোনার কারনে এইবার গরেু কিনতে হাটে যাওয়া রিস্ক। দেখলাম আব্বাও আমাকে কয়েকদনি যাবত প্রশ্ন করতাছে- অনলাইনে গরু পাওয়া যাবে কিনা? তো সেই হিসাবে দেখে আব্বাকে নিয়ে অভিজ্ঞতা অর্জন করলাম আজকে।


No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl