Translate

Friday, April 30, 2021

Youtube Tips. API Panel Views.

আপনি যদি এপিআই প্যানেল থেকে ১ কোটি ভিউজ ও কিনে থাকেন আর আপনি যদি একজন ইউটিউব ভিডিও মনিটাইজার হয়ে থাকেন তাহলে আপনার ১ কোটি ভিউজ দিয়ে আপনার ১ সেন্ট ও উপার্জন হবে না কারন ইউটিউব এপিআই ফ্যাসিলিটজ এর কারনে এপিআই থেকে আসা অর্ডার গুলো এমনভাবে শো করে যে: সেখানে এডভারটাইজার রা কোন এড দেখায় না। ফলে ভিডিও ভিউজ যদি আপনি নিয়মিত কিনে থাকেন বা যদি আপনি চিন্তা করেন যে: ইউটিবের ভিউজ কিনে আপনি বড়লোক হয়ে যাবেন তাহলে আপনি ধোকার জগতে আছেন। আপনার চ্যানেলে ভিডিও এড দেখানো হতে পারে বা আপনার চ্যানেলে নিয়মিত মনিটািইজেশণ আছে। কিন্তু আপনি যখনি এপিআই থেকে ভিউজ কিনবেন সেটা ইউটিউব এক্টারনাল বা সাজেষ্টেড সেকসানে এড করে দেবে। সেখানে যারা ইন্টারেষ্টেড হয়ে ভিডিওটি দেখবে সেখানে ইউটিউব কোন এড দেখাবে না কারন এই ভিউজ গুলো অরিজিনাল এসইও থেকে আসে নাই: এই ভিউজ গুলো এপিআই ফ্যাসিলিটজ এর মাধ্যমে এসেছে। ইউটিউবে যারা এড দেখায় তারা শুধূ মাত্র এসইও ভিউজ এর কাছে এড দেখায়। ইভেন ভিপিএন ব্যভহার করে ও যদি আপনারা একজন আরেকজনের এড দেখে থাকেন তাহলে ও বোধ করি ইউটিউব সেগুলো আটকাইয়া দেবে বা তার পেমেন্ট টা অন হোল্ডে রেখে দেবে। আমার কাছে প্রমান আছে এপিআই থেকে কেনা ভিউজ এ কোন ডলার এড হয় না। আবার সেই ভিউজ গুলো যেহেতু ভিডিও এর ণীচে দেখানো হয় সেহতেু ভিউজ গুলো রিয়াল। আবার রিয়াল ভিউজ যদি এড দেখে থাকে তাহলে সেই ভিডিওতে সেন্টস বা ডলার আসার কথা। এই সব কিছু মিলে আপনি ডলার উপার্জন করার আশাতে ভিউজ কিনতে পারবেন না। তবে আপনার ভিডিওতে কোটি কোটি ভিউজ আছে এই কথা বলার জন্য  বা আপনি একটি ভিডিও বানালেণ সেটা শখ করে সারা বিশ্বের মানুষকে দেখালেন সেজন্য এপিআই থেকে ভিউজ চাইলে কিনতেও পারেন। তেমনি আপনি যদি ভিীপএন ব্যবহার করে একজন আরেকজনের এড দেখে থাকনে তাহলেও আপনি সেই পেমেন্ট পাবনে না কারন শেষ পর্যন্ত ইউটিউব সেটা অনহোল্ডে নিয়া যাবে। #youtube  কে আপনি যতো বোকা ভাববেন সে আপনাকে ততো বড় ধরা খাওয়াবে। 

Youtuber #masudbcl



আমার টিপসটি ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি (search youtube: masudbcl) সাবস্ক্রাইভ করে দিবেন। 






No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl

Search masudbcl on google

Marketplace English Tutorial. Freelancing.Outsourcing.

Why Adsense approved blogger blog stats are not counting on Adsense dashboard?

  In this Blogging world: Blogger blog is very much popular to every blogger in this world. If you want to do free blogging: than there have...