Translate

Wednesday, January 27, 2021

ইউটিউব মনিটাইজেশন নিয়ে কিছু কথা।






ইউ্টিউব মনিটাইজেশণ একটি লাইফ টাইম উপার্জনের মাধ্যমে হতে পারে। এমনকি কয়েকজন মিলেও তৈরী করা যাইতে পারে। একজনের নামে সব ডিটেইলস বা রেজিষ্ট্রেশন থাকবে কিন্তু লাইফটাইম উপার্জন করতে পারবে। ১৮ বছর বয়সের নীচের ও ছেলে মেয়েরা ইউটিউব চ্যানেল খুলে উপার্জন করতে পারবে। পেমেন্টর জন্য তারা তাদের বাবা বা মায়ের ডিটেইলস ব্যবহার করতে পারবে। 




আপনি যদি ভিডিও বানানোতে এক্সপার্ট হোন তাহলে আপনি নিশ্চন্তে একটি ভিডিও বানিয়ে ফেলতে পারেন। কারন আপনি মনিটাইজেশন যারা করে তাদের কোন না কোন চ্যানলে আপনি আপলোড করে দিতে পারবেন কারন মনিটাইজেশনের ক্ষেত্রে দেখা যায় : কোন ভিডিওএর জন্য প্রতিদিন কতো ডলার উপার্জন হইতাছে। যেমন একটি উদাহরন দিয়ে বুঝিয়ে দেই: ধরেন ১০ জন অভিনয় শিল্পী একসাথে আছেন বা থাকেন বা সম মনমানসিকতা সম্পন্ন। তারা ১০ জনেই ভিডিও বানাতে পারেন বা ডাইরেকশন করে অভ্যস্ত বা করতে পারবেন। সবার কাছেই দামী মোবাইল আছে যা দিয়ে কিছু মোবাইলের সফটওয়্যার ব্যবহার করে খুব উন্নত মানের নাটক বা শর্ট ফিলম বানাতে পারেন। তারপরে সেটা আপনি আপনার পরিচিত মহলে যে কারো মনিটাইজেশন আছে এরকম চ্যানেলে আপলোড করে দিলেন। তাতে করে সেই ভিডিও টি প্রতিদিন কতো ডলার উপার্জন করলো তা জেনে সেখান থেকে পেমেন্ট নেয়া যাইতে পারে। যেমন: আমার ইউটিউব চ্যানেল নাম : masudbcl। যে কোন কারনে চ্যানেলটা বা নামটার একটা পপুলাররিটি আছে। এখণ আপনি যদি আমার চ্যানেলে একটি ফ্রি ল্যান্সার/আউটসোর্সিং রিলেটেড নাটক বানিয়ে আপলোড দেন তাহলে কিন্তু আপনার নাটকটি প্রতিদিন কতো ডলার উপার্জন করতাছে তা জেনে আপনি চ্যানেলে মালিকের কাছ থেকে পেমেন্ট নিতে পারেন। আপানর নিজস্ব একটা পপুলারিটি থাকার কারনে ভিডিও টি সারার জীভন ই রেভিনিউ উপার্জন করবে আর আপনি না থঅকলেও চ্যানেলে মালিকানা যার কাছে থাকবে তার কাছ থেকে আপনার বংশধরে রা পেমেন্ট নিতে পারবে। আমি আমার চ্যানেলটা উদাহরন হিসাবে দেখালাম বা বললাম। 




  

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl