উপরের ভিডিও তে দেখতে পারতাছেন: একটি ভিডিও থেকে আমি প্রায় 76 জন সাবস্ক্রাইভার পাইছি। টোটাল ভিউজ দেখাইতাছে: 3200 (মূলত: 3342) । আমি প্রায় 1000 ভিউজ কিনে এনেছি। আপনারা জানেন : পেইড ভিউজ এর সাথে ইউটিউব কখনো এড দেখায় না। সেই হিসাবে 2200 ভিউজ এর জন্য 55% হিসাবে আমি পাইছি : 11.49 ডলার। বাকী 45% ইউটিউব কেটে রেখেছে। আপনি যদি সাবস্ক্রাইভার সংক্রান্ত কোন গ্যানজামে পড়েন তাহলে সেখানে এসইও হইতাছে: একটি নির্দিষ্ট ভিডিও নিয়ে আগানো : যেটা সবাই পছন্দ করতে পারে এবং সেখানে এসইও করা । তাতে সেই ভিডিও টা পপুলার হলে একটি ভিডিও থেকেই আপনি হাজার হাজার সাবস্ক্রাইভার পেতে পারেন।
আমার এই টেকনিক টা ভালো লাগলে আপনি আমার ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইভ করে রাখতে পারেন : masudbcl । অনেকে মনে করে লাইকফরলাইক বা যে কোন তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহার করে আমি সাবস্ কালেকশন করি। আসলে সেগুলো চ্যানেল ভিজিট এসইও এর জন্য করা। ইউটিউব এর সাথে হ্যাকারদের (০১ নভেম্বর ২০২১ থেকে হ্যাকারদের অত্যাচার অফ হবে কারন তারা আর ইউটিউব এ লগইন করতে পারবে না 2FA ছাড়া) গ্যানজাম থাকার কারনে যে কোন তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে সাবস এড করা অনেক দুরুহ। ১০০০ সাবস কালেকশণ করলে ১০-২০ টা টিকতে পারে। যেমন: আমি বিগত ০৮ মাসে ১০০০ সাবস এসইও করে কিন্তু এপিআই এসএমই থেকে আসা প্রায় ২৬০০০ সাবস টিকে নাই (ভবিষ্যেতে এড হবে) : ইউটিউব এড করার সুযোগ দেয় কিন্তু হ্যাকার রা তা ডিলেট করে দেয়। ফলে এপিআই এসএমই ওয়েবসাইট গুলো থেকে সারা বিশ্বের ভিজিটর দেরকে চ্যানেল ভিজিট করানো যায় : আপনি যদি লাইকফরলাইক ওয়েবসাইট থেকে কোন চ্যানেল কে সাবস করার জন্য লাইকফরলাইক ওয়েবসাইট থেকে ইউটিউব সাবস সেকসানে যান আর লাল রংয়ের সাবস বাটনে ক্লিক করেন আর নতুন পেজ ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন আর সেখানে আপনি সাবস বাটনে প্রেস করেন এবং পেজ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তাহলে এই পুরো প্রসেস টা শেষ হতে ১০-১৫ সেকেন্ড সময় লাগে। এসইও এর নিয়ম অনুযায়ী : বেসিকালি কোন লিংকে (ইউটিউব চ্যানেল লিংকও একটি লিংক) ১০-১৫ সেকেন্ড ষ্টে করলেই সেটা বেসকি অর্গানিক এসইও ট্রাফিক তৈরী হয়। আর আপনি আপনার চ্যানেলে যতো বেশী ট্রাফিক আনবেন ততো বেশী আপনার চ্যানেল ইউটিউবের সার্চ ইন্জিনে বা ডাটাবেজে র্যাংকে থাকবে।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl