Translate

Sunday, September 26, 2021

Youtube Payment : পেয়ে গেলাম ৪০০ ভিউজ এ ৪ ডলার।


Youtuber masudbcl method: Per views 01 cent


প্রথমেই উপরে এবং নীচের ২টি ছবি আপনাকে দেখতে হবে মনোযোগ সহকারে। সেই জন্য আপনি ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করে সেভ করে নিন এবং আপনার ডিভাইস থেকে ডিটেইলষ দেখে নিবেন। প্রথম ছবিতে দেখেন : টোটাল ভিউজ ৭১৪৬০ এবং  ডলার এর এমাউন্ট: ২২০.৬০ ডলার। দ্বিতীয় ছবিটাতে দেখেন বা খেয়াল করেন: টোটাল ভিউজ: ৭১৯৭৮ ভিউজ এবং টোটাল ডলার ২২২.৮৩ ডলার। 
এখণ দেখি: ১ দিনে ভিউজ ডিফারেন্স: 
৭১৯৭৮ - ৭১৪৬০ = ৫১৮
ডলার ডিফারেন্স: ২২২.৮৩ ডলার - ২২০.৬০ = ২.২৩ ডলার। 
৫১৮ ভিউজ এর মধ্যে ১০০ ভিউজ পেইড ভিউজ।  তাহলে ভিউজ বলা যায় বা ধরা যায়: ৪১৮ ভিউজ। 
আর ২.২৩ ডলার এসেছে ৫৫% হিসাবে যার আরো ৪৫% : ১.৮২ ডলার। 
তাহলে টোটাল ৪১৮ ভিউজ এর জন্য ডলার হলো: ২.২৩+১.৮২=  ৪.০৫ ডলার। 
ইউটিউব ৪৫% কেটে নেবার পরে আমার কাছে দেখাইতাছে: ২.২৩ ডলার। 

ইউটিউবের ডলার উপার্জন ১ দিন পরে দেখানোর কারনে আজকের দিনের বিউজ ইনক্রিজ স্ক্রিনশট টা দেখিয়ে দেয়া হলো। নীচের ছবিটা এনালাইজ করলে দেখতে পারবেন : ভিউজ ইনক্রিজ হয়েছে কিন্তু ডলার দেকাবে আগামীকাল সকালে বা পরশু সকালে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইভ করতে ভুলবেন না। ভাইরাল বলে ইউটিউবের কোন মেথড নাই। আপনি যদি মনে করে থাকেন: আমার ইউটিউব চ্যানেল : masudbcl ভাইরাল হলে পরে সাবস্ক্রাইভ করবেন: সেটা কখনো হবে না কারন আমার চ্যানেল হ্যাশ ট্যাগ বেজড চ্যানেল যা কখনো ই ভাইরাল হবে না। তবে পপুলার ক্যাটাগরিতে আসতে পারে যদি আপনি নিয়মিত আমার ভিডিও দেখেন এবং ভালো লাগলে তা যে কোন সোশাল মিডিয়াতে শেয়ার করেন। 
 

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl