Translate

Saturday, August 22, 2020

আমেরিকান ঈগল বা আমেরিকান জায়ান্ট দুইটাই আমেরিকার খুব বিখ্যাত পোশাক সেলার ওয়েবসাইট এবং কোম্পানী।

আমেরিকান ঈগল একটা পোশাক আউটফিট কোম্পানী যারা সারা বিশ্বে পপুলারলি বিভিন্ন ধরনের পোশাক সেল করে থাকে। ওয়েবসাইট ভিজিট করলে অনেক ধরনের আইডিয়া পাওয়া যাবে ডিটেইলস। 

পুরূষ এবং মহিলা উভয়ের জন্য অনেক ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় যা আপনি সরাসরি ওয়েবেসাইট থেকে কিনে নিতে পারবেন। 


ইনষ্ট্রাগ্রামে তাদের ফলোয়ার দেখলে মাথাই খারাপ হয়ে যাবে। ৩.৬ মিলিয়ন ফলোয়ারস। 



A post shared by American Eagle (@americaneagle) on

 

We’re going WILD over our new loungewear! 🦓 or 🐆? https://www.ae.com/us/en/c/women/loungewear/cat730011?pagetype=plp

Posted by American Eagle on Friday, August 21, 2020


 



আমেরিকান জায়ান্ট ও আমেরিকার খুব বড় সড় এ্যাপারেলস এবং স্পোর্টস কোম্পানী। এইটা সান ফ্রানসিসকো তে অবিস্থত। আর আমেরিকান ঈগল এর হেড অফিস পেনসিলভেনিয়া তে। 

 

In mid-March, we converted our North Carolina factory from clothing production to sewing masks. We’re proud to be a part...

Posted by American Giant on Sunday, August 2, 2020


আমেরিকান রা অনেক সময় দানবের মতো হয় - লম্বায় প্রায় ৬ ফিট ৪ এবং ওজনে প্রায় ২০০ কেজি র মতো। সেরকম আমেরিকান দের কে অনেকে আমেরিকান জায়ান্ট বলে বা আমেরিকান দানব বলে। তার মানে এই না যে সে মানুষ না। তারা অন্যান্য মহাদেশের তুলনায় বেশী লম্বা থাকে বলে তাদেরকে দানব হিসাবে ডাকা হয়। তাদের সামনে চায়নারা এক ধরনের পুটিশ এবং পিচ্চি বলেই ধরা হয়। আর ঈগল হইতাছে আমেরিকার জাতীয় পাখি।  আমেরিকান ঈগল দেরকে আবার গোল্ড এবং বাল্ড এই দুই ভাবে ভাগ করা হয়। এইটা আমেরিকার জাতীয় পাখি হবার কারনে এদেরকে অনেক সম্মানের চোখে দেখা হয় যেমন বাংলাদেশে ক্রিকেট খেলোয়ার দেরকে সম্মান করে বাংলার বাঘ বলে অভিহিত করা হয় তেমনি আমেরিকাতেও যারা অনেক সম্মানের পাত্র- তাদেরকে আমেরিকান ঈগল বলে অভিহিত করা হয়। পশু পাখির জগতে আপনি যদি কোন আমেরিকান কে প্রশ্ন করেন যে আপনার প্রিয় পশু বা পাখি কি- সে অনায়াসে উত্তর দেবে আমেরিকান ঈগল- বাল্ট ঈগল। এই ঈগল অনেক সময়ে পোষ মানানো যায় এবং বহু দূরের শিকারকে ধরার জন্য ব্যবহার করা হয়। 



No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl