Translate

Wednesday, December 16, 2020

এ্কটি আইনি সতর্কতা। যেভাবে মনিটাইজেশন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন - How...

নীচের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশীরা কতো বড় ভুল করতাছে ইউটিউব মনিটাইজেশনে আবেদন করার ক্ষেত্রে। তারা একদম সরাসরি বাংলাদেশ ব্যবহার না করে অণ্য দেশের নাম ব্যবহার করতাছে যা তথ্য প্রযুক্তি আইনের ক্রাইম হতে পারে। 




ভিডিওটি দেখার পরে কি কি ক্রাইম হতে পারে যদি এই নিয়মে আপনি আবেদেন করেন চলেন দেখে নেই: 

  1. পৃথিবীর ১ নম্বর সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। তাদের সাথে যুদ্ব করার চেষ্টা কেউ করে না অত্র বিশ্বে। বলা হয় যুদ্বে তারা কখনো হারে না। সেই দেশের রেফারেন্স যদি আপনি ব্যবহার করেন আর যদি তারা রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশ কে ঝামেলাতে ফেলায় তার দায় বার কে নেবে বা যদি বড় সড় অংকের আর্থিক জরিমানা ধরে। 
  2. কিভাবে আর্থিক জরিমানা হতে পারে: আপনি ইন্টারনেট ব্যবহার করতাছেন মাইক্রোসফটের মাধ্যমে। মাইক্রোসফটের নিজস্ব প্রোডাক্ট আইডি আছে। আবার তাদের নিজস্ব স্যাটেলাইট ও আছ্ েইন্টারনেটে থাকার কারনে তারা জানে যে কে কোথা েথেকে তাদের প্রোডাক্ট ব্যবহার করতাছে। সেখানে আপনি যদি অন্য দেশ ব্যবহার করেন তারপরেও আপনার ডিভাইস মাইক্রোসপটের ডাটাবজে দেখাবে যে আপনি বাংলাদেশে আছেন আর গগুল বুঝে যাবে আপনি দুই নম্বরি করতাছেন বা আপনাকে বেটা টেষ্টিং ফেজ হিসাবে দেখাতে পারে। 
  3. তারপরে গুগলের পেমেন্ট ডিষ্ট্রিবিউশন টােইমে এইটা রং ইনফরমেশণ যদি দেখায় তাহলে গুগল সেটাকে বাংলাদেশের জন্য জরিমানা হিসাব েধরতে পারে। 
  4. আমেরিকান সরকার সেটাকে আমলে নিয়ে বাংলাদেশকে জরিমানা ধরতে পারে বড় অংকের জরিামা যাতে দেশের বড় সড় ক্ষতি হয়ে যাইতে পারে। 
  5. বাংলাদেমের জ্যণ যে সুযোগ বরাদ্দ করা সেটাই আপনি ব্যবহার বরবেন। এর বাহিরে গেলে আর প্রমান থাকলে যদি বাংলাদেশ সরকার আপনার বিরুদ্বে এ্যাকশন নিতে পারে। 
  6. আপনার বিরুদ্বে ইনফরমেশন জালিয়াতির কারন তথ্য প্রযুক্ত আইনে মামলা হতে পারে। 
  7. প্রকাশ্য দিবালোকে ভিডিও করার মাধ্যমে আপনি সবাইকে সেই একই পদ্বতি ফলো করার জন্য আইনের বাধার সম্মুক্ষীন হতে পারেন। 
  8. ইন্টারনেটে ২ নম্বর ওয়েতে আপনি বিবেচিত হতে পারেন এবং ইকমার্স পেমেন্ট আইনে ফেসে যেতে পারেন। 
  9. রাষ্ট্রীয় সেনসিটিব ইস্যু রেমিটেন্সে গ্যানজাম করার কারনে আপনাকে বড় সড় শাস্তি বা দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহন করতে হইতে পারে। 
  10. বর্তমানে বাংলাদেশ থেকে ইউটিউব মনিটাইজেশনে আবেদন নেয়া হইতাচে: সো সসততার সাতে কাজ করাটাই ভালো।  



No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl