Translate

Friday, November 13, 2020

ওয়েবসাইটের পেজ র‌্যাংক বলতে কি বোঝেন?

সার্চ ইন্জিন ওয়েবসাইট পেজ র‌্যাংককে -১০ এর মধ্যে মার্ক করে থাকে। পৃথিবীতে প্রচুর পরিমানে সার্চ ইন্জিন আছে। চাইলে আপনি নিজেও একটা সার্চ ইন্জিন বার তৈরী করে সহজেই আপনার ওয়েবসাইট বা ব্লগ বা পেজে এড করতে পারেন। যদি আপনার এডসেন্স একাউন্ট থাকে তাহলে সেটা আপনার জন্য খুবই সহজ। আমার ব্লগে যারা নিয়মিত ভিজিটর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য- আমার লেখা সময় নিয়ে ধৈর্য্য নিয়ে পড়ার জন্য। আপনি আমার ব্লগে ভিজিট করলে উপরে দেখতে পারবেন : একটা গুগল সার্চ বার। সেখানে যদি আপনি আপনার মনে যা চায় তাই সার্চ করেন তাহলে আপনি গুগলের সার্চ ইন্জিন রেজাল্ট পেজে রেজাল্টাকারে দেখতে পারবেন। সেই রেজাল্ট পেজে যে রেজাল্ট দেখানো হয় তা অনেক সময় পেজ র‌্যাংকের উপরে ভিত্তি করে দেখানো হয়। যে ওয়েবসাইটের পেজ র‌্যাংক যতো বেশী সে ওয়েবসাইটের রেজাল্ট আগে দেখাবে কিওয়ার্ড (Keyword) বা কিওয়ার্ড ফ্রেজ (Keyword Phrase) এর উপর ভিত্তি করে। এইটা সার্চ ইন্জিনের একটা টপোলজী। আপনি যদি খুব ভালো এসইও অপটিমাইজার হতে চান বা খূব ভালো সার্চ ইন্জিন এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে অতি অবশ্যই ভালো  করে সার্চ ইন্জনের টপোলজীও বুঝতে হবে।  যে ওয়েবসাইটের পেজ র‌্যাংক যতো বেশী সে ওয়েবসাইটের ট্রাফিক বা ভিজিটর ততো বেশী।  



যেমন: নীচে দেখেন ক্রমান্বয়ে কিছু ওয়েবসাইট বা পেজের পেজ র‌্যাংক দেয়া হলো। গুগল বা ফেসবুক বা যে কোন ওয়েবসাইটের। আমার ব্লগে যে ইমেজ বা ছবিগুলো দেয়া থাকে সেগুলো থাকে হাইপারলিংক করা। তো আপনি যদি ছবিগুলো দেখতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ নামে অপশন এ ক্লিক করে সেভ করে রাখতে হবে তবে অন্য কোথাও ব্যবহার করলে সেটা সাবধান: কারন আপনার প্রোফাইল বা পেজ বা ওয়েবসাইট বা ব্লগ কপিরাইট খাইতে পারে। আপনি যে কোন ওয়েবসাইটের লোগো ব্যবহার করতে পারবেন না কিন্তু সেই লোগো কে যদি আপনি স্ক্রিনশট হিসাবে ব্যবহার করেন তাহলে আপনাকে কেউ কপিরাইট ধরতে পারবে না। কারনটা পরে আরেকদিন ডিটেইলস বর্ননা করে জানাবো। 



কিছু ওয়েবসাইটের পেজ র‌্যাংকের ছবি নীচে দেয়া হলো: 










পেজ র‌্যাংক (Page Rank)  সার্চ ইন্জিনের অন্যতম প্রধান টপোলজী। এই একটা কাজ দিয়ে আপনি অনেক অনেক প্রজেক্ট বা কাজ করতে পারবেন এসইও ফ্রি ল্যান্সার/মার্কেটপ্লেস/আউটসোর্সিং জগতে। এই র‌্যাংক কিন্তু বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ সেনাবাহিনীর কোন র‌্যাংক কে বোঝানো হয় না। এই র‌্যাংক বলতে টোটাল সার্চ ইন্জিনের ডাটাবেজে কি কি র‌্যাংক বা পজিশেনের ওয়েবাসাইট বা লিষ্ট আছে তা বোঝানো হয়। ১০ মাত্রার পেজ র‌্যাংক যে কোন ওয়েবসাইট কে সার্চ ইন্জিন নিজেই অনেক সময় টপে রাখবে। আবার ১ মাত্রার ওয়েবসাইট কেও সে তারা ডাটাবেজে বা সার্চ ইন্জিন রেজাল্ট পেজে দেখাতে কিন্তু ঠিক কতো নাম্বার পেজে দেখাবে তা নির্ভর করে : 

  • কি কিওয়ার্ড দিয়ে সার্চ ইন্জিন রেজাল্ট পেজে সার্চ দেয়া হয়েছে ?
  • কি কিওয়ার্ড ফ্রেজ দিয়ে সার্চ ইন্জিন রেজাল্ট পেজে সার্চ দেয়া হয়েছে ?
  • ওয়েবসাইটের অণপেজ এবং অফপজ অপটিমাইজেশন কমপ্লিট আছে কিনা? 
  • ওয়েবসাইটের সোশাল মিডিয়া অপটিমাইজেশন কমপ্লিট আছে কিনা? 
  • ওয়েবসাইটের কিওয়ার্ড অপটিমাইজেশন ওকে আছে কিনা?
  • ওয়েবসাইটের আর্টিকেল গুলো প্লাগারিজম বা কপিরাইট ফ্রি কিনা? 
যে ওয়েবসাইটের কোন র‌্যাংক নাই সেই ওয়েবসাইটের কোন একটা অংশ সার্চ ইন্জিন রেজাল্ট পেজে দেখানো হতে পারে মাঝে মাঝে তবে সেখানে আলাদা একটা টপোলজী আছে। মুল টপোলজী হলো আপনার ফুল ওয়েবসাইট কে সার্চ ইন্জিন রেজাল্ট পেজে আসতে হবে সেখানে আপনার টোটাল পেজুগলোও দেখাবে এবং আপনি অনবরত ট্রাফিক বা ভিজিটর বা সেশন পাইতে থাকবেন। আনলিমিটেড নাম্বার অফ ভিজিটরস আসতে থাকবে আপনার ওয়েবসাইটে যা দেখে আপনি অনেক খুশী হবেন। আপনি যে ইচ্ছা নিয়ে ওয়েবসাইট শুরু করেছেন তা পরিপূর্ন হবে। 



পেজ র‌্যাংক কে সাধারনত (PR)  নামে প্রকাশ করা হয় এসইও এর ভাষাতে। আপনি যদি ভালো পেজ র‌্যাংক এক্সপার্ট হতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে ভালো মানের হোয়াইট হ্যাট এসইও শিখতে হবে। পেজ র‌্যাংক করানরো জন্য প্রধান উপায় হইতাছে: প্রচুর পরিমানে হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিংক তৈরী করা। আর যারা সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরেনর ব্যাকলিংক বা লিংকবিল্ডিং করে থাকে সেটা সাময়িক ভাবে পেজ টপে দেখারেও ব্ল্যাক হ্যাট এসইও হিসাবে বা গ্রে হ্যাট এসইও হিসাবে দেখানো হতে পারে বা একসময় ওয়েবসাইট কে সার্চ ইন্জিন নিষিদ্ব করে দিতে পারে। ফলে সেটা আর সার্চ ইন্জিনে দেখাবে না বা প্রথম ১০ পেজে দেখাবে না। সাধারনত যারা সার্চ ইন্জিনে সার্চ করে তার প্রথম ২/৩ পেজ পর্যন্ত  খুজে থাকে বা দেখে থাকে। কিন্তু যারা রিসার্চ করে বিভিন্ন বিষয় নিয়ে তারা অনেক দুল পর্যন্ত ২০/৩০ রেজাল্ট পেজ পর্যন্ত খুজে থাকে। ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর আনার জণ্য কি ওয়ার্ড বেজড আর্টিকেল এর কোন বিকল্প নাই। আর ওয়েবসাইট কে র‌্যাংকে তোলার জন্য ব্যাকলিংক বা লিংকবিল্ডিং এর কোন বিকল্প নাই। কি কি ধরনের ব্যাকলিংক বা লিংকবিল্ডিং হতে পারে তার কিছু উদাহরন: 

  • ফোরাম প্রোফাইল ক্রিয়েশন।
  • ফোরাম পোষ্ট ।
  • ফোরাম পোষ্ট রিপ্লাই।
  • ব্লগ তৈরী।
  • ব্লগ কমেন্ট (রিলেটেড কিওয়ার্ড বেজড)।
  • ওয়েব ২.০ ব্লগ।
  • ওয়েব ২.০ ব্লগ লিংক হুইল।
  • লিংক হুইল।
  • সোশাল মিডিয়া অপটিমাইজেশন।
  • সোশাল মিডিয়া বুকমার্ক।
  • ক্লাসিফায়েড ওয়েবসাইট পোষ্ট।
  • আর্টিকেল সাবমিশন।
  • প্রেস রিলিজ সাবমিশন। 
  • ডু ফলো অর নো ফলো ব্যাকলিংক অর লিংকবিল্ডিং
  • ইমেজ অপটিমাইজেশন 
  • দরকারি কি ওয়ার্ড ব্যাকলিংক  (র‌্যাংক)
  • উইকি ব্যাকলিংক বিভিন্ন ধরনের, ইত্যাদি।
আরো অসংখ্য টেকনিক আছে যা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের পেজ র‌্যাংক করাকে পারবেন। বিশ্বে অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা শুধূ তাদের ওয়েবসাইট পেজ র‌্যাংকের কাজ দিয়ে থাকে। আপনি ইচ্ছা করলে যে কোন মার্কেটপ্লেসে র ওয়েবসাইটে পেজ র‌্যাংকের  কাজ করতে পারেন।  আপনি একজন পেজ র‌্যাংকার হিসাবে এক্সপার্ট ও হতে পারবেন। আবার সময়ে সময়ে সারা বিশ্বের যে কোন ওয়েবসাইট কে চ্যালেন্জাকারে র‌্যাংকে আনতে পারবেন। সাধারনত সার্চ ইন্জিনের প্রথম ১০ পেজের ভেতরে নিজের ওয়েবসাইট থাকাকে ওয়েবসাইট  পেজ র‌্যাংক বলে। 

Page Rank Expert হিসাবে ফ্রি ল্যান্সার/মার্কেটপ্লেস/আউটসোর্সিং জগতে যদি আপনি ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনি নীচের ইমেজ এ ক্লিক করে ফ্রি রেজিষ্ট্রেশন করে কাজ শুরু করে দিতে পারেন। মার্কেটপ্লেসের ব্যাপারে ডিটেইলস জানতে হলে আপনি ণীচের ইউটিউব ভিডিও টা পুরোপুরি দেখতে পারেন এবং নিশ্চিন্তে অনায়াসে কাজ শুরু করে দিতে পারেন। এসওক্লার্ক পৃথিবীর সবচেয়ে বড় এসইও মার্কেটপ্লেস। এইখানে আপনি ফ্রি রেজিষ্ট্রেশন করে একজন সেলার হিসাবে আপনার কোয়ালিটি এসইও সার্ভিসগুলো সেল করা শুরু করে দিতে পারেন। 

                                                 
SEOClerks

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl