Translate

Sunday, September 13, 2020

Uber + Bkash Link. উবারের সাথে বিকাশের লিংক। এখন আর উবার রাইডারকে নগদ ক্যাশ টাকা পে করতে হবে না।

 

 


BKash + Uber এই সুবিধা টা আমি অনেকদিন ধরে চাইতেছিলাম। প্রযুক্তির উন্নয়নে ব্যাপারটা ভাবতেছিলাম। এই সুবিধাটা চালু হবার ফলে আমি মনে করি একজন মানুষের টাচ ফোনই তার ওয়ালেট হিসাবে বিবেচিত হবে। একজন মানুষ যে টেক ভালোবাসে সে ঘর থেকে বের হয়ে সমস্ত বিল মোবাইল এ্যাপের মাধ্যমে পে করতে পারবে। আগে হলে তাকে মাষ্ট বি ওয়ালেট সাথে নিয়ে ঘুরতে হতো। এখন আর সেটা লাগবে না। কারন ওয়ালেটে ক্যাশ টাকা না থাকলে আপনি রাইডার কে নগদ টাকা পে করতে পারতেন না। সেই ক্ষেত্রে পকেটে একটা এক্সট্রা ঝামেলা এবং টেনশন সাথে নিয়ে ঘুরতে হতো। যেমন ধরেন: কোথাও যাচ্চি- সমস্ত বিল মোবাইল এ্যাপেই পে করা যাবে কিন্তু রাইডার কে পে করার জন্য আমাকে ওয়ালেট টা সাথে নিতে হতো। সেই ঝামেলাটা এখন আর থাকলো না। এখণ যদি আমার মোবাইলে বিকাশ থাকে তাহলে আমি এ্যাপ দিয়ে সব কেনাকাটা শেষ করে সব রেষ্টুরেন্টের বিল পরিশোধ করে রাইডারের বিলও পরিশোধ করতে পারবো। হয়তো আস্তে আস্তে উবার সমস্ত মোবাইল ব্যাংকের সমস্ত এ্যাপকেই এলাও করবে যেমন- রকেট, শিওর ক্যাশ বা ইউক্যাশ বা আরো যতো ধরনের এ্যাপ আছে সেগুলোকেও এবং সাথে সাথে সমস্ত রাইড শেয়ারিং এ্যাপ সমস্ত মোবাইল ব্যাংকিং ফ্যাসিলিটজ কে এলাও করবে সেই সাথে লোকালি ভ্যালিড মাষ্টারকার্ড বা ভিসা কার্ডকেও হয়তো এড করবে। যেখানে কারো কাছে মোবাইল এ্যাপ না থাকলেও লোকালি ভ্যালিড মাষ্টার কার্ড বা ভিসা কার্ড লিংক করা থাকলে সেটা অনেক সহজ থেকে সহজতর হয়ে যাবে। রাইড শেয়ারিং এ্যাপ এর সাথে যদি সমস্ত ব্যাংকের সমস্ত কার্ড লিংক করা থাকে তাহলে যে কারো জণ্য রাইড শেয়ারিং নিতে আরো সহজ থেকে সহজতর  হবে। 

এই ফ্যািসিলিটিজ টাকে আমি বাংলাদেশের রাইড শেয়ারিং খাত এবং প্রযুক্তি খাতকে যুগান্তকারী বলবো। এতে করে একজন ব্যবহারকারীকে আর কখনো ক্যাশ টাকা সাথে নিয়ে ঘুরার টেনশন করতে হবে না । যে কেউ ঢাকা শহরের ভেতরে (আশা করি ক্রমান্বয়ে ঢাকা শহর ছাড়াও সারা দেশের সকল বিভাগীয় শহরে এই সুবিধা ওপেন হবে)। রাস্তা ঘাটে টাকা পয়সা সাথে না নিয়ে ঘুরাটা অনেকের কাছেই এখন বিরাট একটা শান্তির ব্যাপার। তবে হ্যা- আপনার মোবাইল ব্যাংকিং এ্যাপ এ কিন্তু অতি অবশ্যই টাকা থাকতে হবে। 

উপরে থাকা ফেসবুক ভিডিওটি ফেসবুক এমবেড অপশন।  প্রত্যেক পোষ্টের সাথে ফেসবুক একটা কোড দেয় প্রোগ্রামারদের জন্য যেনো পোষ্টিং গুলো ব্লগে বা ওয়েবসাইটে একুরেটলি শেয়ার করা যায়। এইখানে ক্লিক করে এড দেখলে আপনার ফেসবুক একাউন্ট এর কোন ক্ষতি হবে না। আপনি চাইলে এইখানে ক্লিক না করে ফেসবুকে বিকাশ লিমিটেড লিখে সার্চ দিয়ে পোষ্টিং টা চেক করে দেখতে পারেন। 

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl