Translate

Saturday, September 5, 2020

২য় পর্যায়ে ভার্চুয়াল ক্রেডিট কার্ডে উপার্জন ২৫ ডলার। রিভিউ লিখে ডলার উপার্জন করুন।

আমি আমার ইমেইল গুলো ঠিকমতো চেক করতে পারি না রেগুলার। অনেক অনেক অফার আসে যা কেডিট কার্ড থাকলে ফিলাপ করে প্রতিদিন কয়েক ডলার উপার্জন করা যায়। ইস্টার্ন ব্যাংকের আকুয়া মাষ্টারকার্ড ডুয়াল কারেন্সী ক্রেডিট কার্ড ফ্যাসিলিটজ প্রদান করে থাকে। এইভার্চুয়াল ক্রেডিট কার্ড ২৫ ডলার বোনাস েরিসিভ করতে কোন ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় নাই। তবে এর আগে একদিন মাইক্রোসফট বিং এর এডভার্টাইজিং সেকসানে ১০০ ডলার বোনাস পেয়েছিলাম এডভার্টাইজ করার জন্য এবং সাকসেসফুললি করেছিলামও । তো সেরকমই একদিন ইমেইল পরীক্ষা করতেছিলাম- তো দেখলাম যে ২৫ ডলার বোনাসের একটা অফার দেখাইতাছে একটা রিভিউ সাইট জয়েন এবং রিভিউ সাইটে রেজিষ্ট্রেশন করার জন্য। রিভিউ লিখে দিলে ২৫ ডলার বোনাস পাওয়া যাবে। প্রথমে বিশ্বাস করি নাই- পিরে চিন্তা করলাম চেষ্টা করে দেখি। সেই থেকে ক্লিক করা এবং জয়েন করা। 


রেজিষ্ট্রেশন করলাম এবং পরে প্রোফাইল ও তৈরী করলাম। তারপরে এমন একটা প্রোডাক্ট পছন্দ করলাম যা আমি আগে ব্যবহার করেছি। মন থেকে সততার সহিত একটা রিভিউ লিখলাম এবং বলতাছে যে - কিছুদিনের মধ্যেই জানানো হবে। 



কিছুদিন পরে প্রোফাইলে নোটিফিকেশন পাইলাম এবং ক্লেইম করলাম ডলার। এর আগে ৫ ডলার 
ভার্চুয়াল ক্রেডিট উপার্জনের রেকর্ড আছে। সেটা থেকে অভিজ্ঞতা নিয়ে এইখানে ২৫ ডলার ক্লেইম করলাম এবং নীচে ছবির মাধ্যমে দেখানো হলো যে কিভাবে ক্লেইম করলাম। 






পন্য কেনার আগে পর্যন্ত তো কিছু বলা যায় না। ২৫ ডলার ভার্চুয়াল ক্রেডিট কার্ডে এড হবার পরে সেটা দিয়ে কিছু না কেনা পর্যন্ত তো স্বস্তি র নিশ্বাস ফেলা যাইতাছে না। একবার ভাবলাম বিকাশ এ্যাপে এই ভার্চূয়াল ক্রেডিট কার্ড টা এড করে দেখি- বিকাশে ২০০০ টাকা এড হবে। পরে আবার ভাবলাম বাংলাদেশ যে পরিমান সমস্যার দেশ-এইখানে কি করতে কি কইরা ফেলাবে পরে না জানি কোন বিপদে পড়ে যাই। সেজন্য বুদ্বি করে একটা ওয়েবসাইট -যেখানে নিয়মিত ডলার খরচ করি সেখানে এই ডলার টা আপলোড করি এবং দেখলাম সেটা ব্যালান্সে এড হয়ে গেলো। পরে তো সেই খুশী হইলাম এবং চিন্তা করলাম যে এখণ থেকে নিয়মিত রিভিউ লিখে ডলার উপার্জন করে সেটা ভার্চূয়াল ক্রেডিট কার্ড ব্যালান্সে এড করবো। 

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl