আমি আমার ইমেইল গুলো ঠিকমতো চেক করতে পারি না রেগুলার। অনেক অনেক অফার আসে যা কেডিট কার্ড থাকলে ফিলাপ করে প্রতিদিন কয়েক ডলার উপার্জন করা যায়। ইস্টার্ন ব্যাংকের আকুয়া মাষ্টারকার্ড ডুয়াল কারেন্সী ক্রেডিট কার্ড ফ্যাসিলিটজ প্রদান করে থাকে। এইভার্চুয়াল ক্রেডিট কার্ড ২৫ ডলার বোনাস েরিসিভ করতে কোন ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় নাই। তবে এর আগে একদিন মাইক্রোসফট বিং এর এডভার্টাইজিং সেকসানে ১০০ ডলার বোনাস পেয়েছিলাম এডভার্টাইজ করার জন্য এবং সাকসেসফুললি করেছিলামও । তো সেরকমই একদিন ইমেইল পরীক্ষা করতেছিলাম- তো দেখলাম যে ২৫ ডলার বোনাসের একটা অফার দেখাইতাছে একটা রিভিউ সাইট জয়েন এবং রিভিউ সাইটে রেজিষ্ট্রেশন করার জন্য। রিভিউ লিখে দিলে ২৫ ডলার বোনাস পাওয়া যাবে। প্রথমে বিশ্বাস করি নাই- পিরে চিন্তা করলাম চেষ্টা করে দেখি। সেই থেকে ক্লিক করা এবং জয়েন করা।
Google translator available. masudbcl.blogspot.com or masudbcl.com is personal & professional blog. I share my thoughts & experiences . ব্লগে রাষ্ট্র/ধর্ম/দেশবিরোধী কোন লেখা কখনো লিখবো না। ব্লগের কোন লেখা ভালো না লাগলে বা আপত্তি থাকলে কমেন্ট করে জানাবেন-শুধরে নেবো। ব্লগপোষ্ট ফেসবুকে শেয়ার হয় না। ইমু/হোয়াটসএ্যাপ/বিভার ইত্যাদিতে হয়।
Saturday, September 5, 2020
২য় পর্যায়ে ভার্চুয়াল ক্রেডিট কার্ডে উপার্জন ২৫ ডলার। রিভিউ লিখে ডলার উপার্জন করুন।
রেজিষ্ট্রেশন করলাম এবং পরে প্রোফাইল ও তৈরী করলাম। তারপরে এমন একটা প্রোডাক্ট পছন্দ করলাম যা আমি আগে ব্যবহার করেছি। মন থেকে সততার সহিত একটা রিভিউ লিখলাম এবং বলতাছে যে - কিছুদিনের মধ্যেই জানানো হবে।
কিছুদিন পরে প্রোফাইলে নোটিফিকেশন পাইলাম এবং ক্লেইম করলাম ডলার। এর আগে ৫ ডলার
ভার্চুয়াল ক্রেডিট উপার্জনের রেকর্ড আছে। সেটা থেকে অভিজ্ঞতা নিয়ে এইখানে ২৫ ডলার ক্লেইম করলাম এবং নীচে ছবির মাধ্যমে দেখানো হলো যে কিভাবে ক্লেইম করলাম।
পন্য কেনার আগে পর্যন্ত তো কিছু বলা যায় না। ২৫ ডলার ভার্চুয়াল ক্রেডিট কার্ডে এড হবার পরে সেটা দিয়ে কিছু না কেনা পর্যন্ত তো স্বস্তি র নিশ্বাস ফেলা যাইতাছে না। একবার ভাবলাম বিকাশ এ্যাপে এই ভার্চূয়াল ক্রেডিট কার্ড টা এড করে দেখি- বিকাশে ২০০০ টাকা এড হবে। পরে আবার ভাবলাম বাংলাদেশ যে পরিমান সমস্যার দেশ-এইখানে কি করতে কি কইরা ফেলাবে পরে না জানি কোন বিপদে পড়ে যাই। সেজন্য বুদ্বি করে একটা ওয়েবসাইট -যেখানে নিয়মিত ডলার খরচ করি সেখানে এই ডলার টা আপলোড করি এবং দেখলাম সেটা ব্যালান্সে এড হয়ে গেলো। পরে তো সেই খুশী হইলাম এবং চিন্তা করলাম যে এখণ থেকে নিয়মিত রিভিউ লিখে ডলার উপার্জন করে সেটা ভার্চূয়াল ক্রেডিট কার্ড ব্যালান্সে এড করবো।
Subscribe to:
Post Comments (Atom)
ইউটিউব মনিটাইজেশনের প্রথম ৭ দিন। ৩.৮৩ ডলার। ২২৬৯ ভিউজ।
একটু আগে একজনের ভিডিও দেখতেছিলাম যিনি বলতেছিলেন: ১০,০০০ ভিউজ এর জন্য উনারা ১ ডলার করে পাইতাছেন ইউটিউব মনিটাইজেশন এর জন্য। কিন্তু আমি আমার ...


-
You can create a new blog from http://www.blogger.com or from http://www.blogspot.com Than you can apply this technique. It will bring qual...
-
Application programming interface based social media marketing worldwide. All real. No fake. No bot. No software. Buy all real social media...
-
Like4like is one of the world largest and fastest growing social media exchange community . There are crore of peoples are regular g...

No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl