খুবই দরকারি একটা মেথড এসইও জগতে: White Hat SEO- Off Page Optimization- Do Follow and No Follow Hyperlink or Backlink. আপনি যখন কোন ওয়েবসাইট এড্রস ভিজিট করেন তখন আপনি ওয়েবসাইটের আশে পাশে অনেক ধরনের এ্যাড বা উজ্জল রংয়ের কি ওয়ার্ড দেখতে পারেন। এই ছবি বা ইমেজে যদি আপনি ক্লিক করেন আর সেটা যদি একটা নতুন উইন্ডো ওপেন করে আপনার ব্যবহৃত ব্রাউজারে সেটাকে আমরা আগে ইমেজ হাইপারলিংক বলতাম। আর কি ওয়ার্ড এ ক্লিক করার পরে যদি সেটা নতুন আরেকটা ব্রাউজার উইন্ডো ওপেন করে সেটাকে ডু ফলো হাইপারলিংক বলে। ডু ফলো হাইপারলিংক বয়াবহ রকমের জরুরী একটা ব্যাপার যা আপনার ওয়েবসাইটের র্যাংক কে বাড়াইয়া তুলবে বা সার্চ ইন্জিনের আপনার ওয়েবসাইটের পজিশন কে উপরে তুলবে বা স্পেসিফিক কি ওয়ার্ড বেজড এ আপনার ওয়েবসাইটরে কি ওয়ার্ড ভ্যালু বা পজিশন কে বাড়াইয়া তুলবে। নো ফলো হাইপারলিংক বলতে বোঝানো হয় যে- আপনি যদি কোন হাইলাইট হয়ে থাকা শব্দতে ক্লিক করনে আর সেটা যদি এ্কই ব্রাউজারে ওপেন হয় মানে সে নতুস ব্রাউজার বা নতুন উইন্ডো ওপেন করবে না তাহলে তাকে নো ফলো হাইপারলিংক বলে। নো ফলো হাইপারলিংক ও একটা দরকারী বিষয় কোন ওয়েবসাইট কে র্যাংক এ আনার জন্য বা সার্চ ইন্জিনে ভিজিবল করার জন্য। তবে যদি রেটিও করতে বলেন সে ক্ষেত্রে বলা যাবে:
Do Follow: 90%
NO Follow:10%
এইখানে একটি উদাহরন দিয়ে সেটা দেখাইয়া দিতাছি। আপনি নীচের হাইলাইট হওয়া দুইটা কি ওয়ার্ডে ক্লিক করবেন:
হাইপারলিংক দুই ধরনের হয়: এইটাকে এক্সটারনাল (ডু ফলো) এবং ইন্টারনাল (নো ফলো) মেথড নামেও ডাকা হয়। প্রধানত কোন ওয়েবসাইটের যে উপকার গুলো হয় তা হইতাছে:
- সার্চ ইন্জিন রেজাল্ট পেজে আপনার ওয়েবসাইটকে অনেক উপরে আনতে চান বা মোটামুটি ট্রাফিক জেনারেট করতে চান তাহলে White Hat SEO- Off Page Optimization- Do Follow and No Follow Hyperlink or Backlink এর কোন বিকল্প নাই। আপনাকে অবশ্যই ম্যানুয়ালি কাজটা করতে হবে । নানা ধরনের পেইড সফটওয়্যার আছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে সাময়িক ভাবে ভালো রেজাল্ট পাবেন কিন্তু প্রতিমাসে নিয়মতি সার্চ ইন্জিন ডাটাবেজ আপডে ট হবার সময়ে সেগুলো আবার হারিয়েও যাইতে পারে। মনে রাখবেন সার্চ ইন্জিন যারা তৈরী করেছে তারা আপনার থেকে অনেক বেশী চালাক।
- যদি আপনি লাইফ টাইম ট্রাফিক জেনারেট করতে চান তাহলে White Hat SEO- Off Page Optimization- Do Follow and No Follow Hyperlink or Backlink এইটা খুব দরকারি বিষয়। একটা সার্চ ইন্জিনের রেজাল্ট পেজে আপনি প্রথমে থাকলেণ কিন্তু আনপরা সেলস অর্ডার জেনারেট হলো না- সেটার চেয়ে অনতে গুরুত্বপূর্ন বিষয় আপনাকে সারা বিশ্বের সকল ধরনের সার্চ ইন্জিন রিলেটেড ডাটাবেজে খুজে পাওয়া গেলো এবং আপনার ওয়েবসাইটে নিয়মিত ট্রাফিক বা ভিজিটর আসলো এবং তারা আপনাকে কাজের অর্ডার ও দিয়ে গেলো নিয়মিত বা সহজ ভাষাতে আপনার ওয়েবসাইটে লিডস ও জেনারেট হলো প্রচুর পরিমানে- তাহলে কোন টেকনিক টা ভালো হলো আপনার জন্য।
- Hyperlink or Backlink এক বিষয় কিন্তু ভিজিটর এবং ওয়েবসাইট মেকারের জন্য আলাদা বিষয়। কোন ভিজিটর যদি আপনার ব্লগে আসে বা বাংলা ব্লগে আসে আর পুরো একটা আর্টিকেল পড়ে থাকে এবং সে যদি পুরো কন্টেন্ট টা পড়ে শান্তি না পায় মানে আরো পড়তে চায় তখন তাকে যে কোন একটা শব্দ বা কি ওয়ার্ডের মাধ্যমে যদি ওবেসাইটের মালিখ বা ব্লগ রাইটার অন্য কোথাও ট্রান্সফার করে সেটাকে আমার এই ডু ফলো এবং নো ফলো হাইপারলিংক মেথডের মাধ্যমে বলে থাকি। এইটা থুবই দরাকরি একটা টেকনিক যেটা ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটর, ট্রাফিক বা সেলস বাড়াতে পারবেন সবসময়। যে ব্লগ লিখে এবং একটা শব্দের সাথে আরেকটা ওয়েবসাইট লিংক এড করে দেখায় তাকে ব্যাকলিংক মেকার বলে। এই ব্যাকলিংক যে কোন ওয়েবসাইটে আপনি করতে পারবেন। যেমন: ধরেন একটা ওয়েবসাইটের মেনু বারে আপনি অনেকগুলেঅ ট্যাব দেখলেন। সেই ঠ্যাবে আপনি ক্লিক করলেন এবং নো ফলো হলো। তাহলে সেটাও যে মেনু মেকার তার জন্য মেনু ব্যাকলিংক তৈরী হলো। মোট কথা যার ওয়েবসাইট বা ব্লগ তার জন্য ব্যাকলিংক আর যে ভিজিটর তার জন্য হাইপারলিংক। একটা জিনিসেরই দু্টা নাম। একটা প্রোগ্রামারদের জন্য আরেকটা ভিীজটরদের জন্য।
- মনে চাইলো আর একটা কিওয়ার্ডের সাথে ব্যাক লিংক করে দিলাম ব্যাপারটা সেরকম না। ব্যাক লিংক করতে হলে আপেনাকে ভালো কি ওয়ার্ড রিসার্চার হতে হবে। কারন পৃথিবীতে মানুষ যখন সার্চ ইন্জিনে সার্চ করে তখণ সে ৩ টা নিয়ম পালণ করে :
- সে যে কোন একটা কি ওয়ার্ড দিয়ে রিসার্চ করে
- সে যে কোন কি ওয়ার্ড ফ্রেজ দিয়ে রিসার্চ করে
- সে যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে সার্চ ইন্জিনকে?
- কোন কিওয়ার্ডের গ্লোবাল ভ্যালূ ভালো যদি আপনি গ্লোবালি কাজ করতে চান আর কোন কিওয়ার্ডের লোকালি ভ্যালু হাই ফাই যদি আপনি লোকালি পপুলার হতে চান।
- তারপরে আপনাকে দেখতে হবে আপনার পছন্দের কি ওয়ার্ড গুলোর সাথে রিলেটেড আর কি কি কি ওয়ার্ড দেখায় টুলস?
- আর আপনি নিজে যে কি ওয়ার্ডস গুলো র্যাংক করাতে চাইতাছেন সেগুলোর কি অবস্থা? সেখান থেকে আপনি আপনার পছন্দণীয় গুলোকে বাছাই করে নিবেন।
- Social Media Bookmark
- Classified ad post worldwide
- Hashtag Hyperlink
- Web 2.0 Link Building
- Blog Post
- Guest Post
- Article Post
- Article Submission
- Social Media Marketing (Link publish)
- Forum Profile Link or Forum Signature Link Building
- Forum Post
- Forum Post Reply
- এবং আরো অনেক ওয়ে আছে যেগুলো পরবর্তী সময়ে দেখানো হবে।
- আপনি নিয়মিত যে ব্রাউজার ব্যবহার করতাছেন সেটা তে নতুন লিংক ভিজিট করবেন না- নতুন কোনো ব্রাউজার ব্যবহার করবেন যেটাকে আপনি শুধূ অপরিচিত লিংক ব্রাউজ করবেন ।
- কখনোই ই মেইলে বা মেসেন্জারে দেয়া লিংক টাতে সরাসরি ক্লিক করবেন না যদি আপনার ল্যাপটপ বা মোবাইলে দরকারি তথ্য বা পাসওয়ার্ড থেকে থাকে বা আপনার মোবাইলে ক্রেডিট কার্ড নাম্বার ব্যবহার করে থাকেন বিভিন্ন ওয়েবসাইট থেকে কেনাকাটা করার জন্য। আপনি সবসময়ই আলাদা ব্রাউজার ব্যভহার করেন। যেমণ: সবসময় যদি অপেরা মিনি ব্যবহার করে তাকেন তাহলে আমার ওয়েবাসইট দেকার জন্য আপনি গুগল ক্রোম ব্যবহার করতে পারেন।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl